প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : এনটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আকাশের ওপারে আকাশ’। নাটকটি প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮.২০ মিনিটে প্রচার হচ্ছে। আবুল হায়াত ও কামরুল আহসানের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন আবুল হায়াত, হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, মুরাদ পারভেজ, শর্মিলী আহমেদ, দিলারা জামান, লায়লা হাসান, শমী কায়সার, নাজনীন হাসান চুমকি, জেনী, তানজিকা, রীনা রহমান প্রমূখ। ‘কাউন্সেলিং সাইকোলজির উপর উচ্চতর গবেষণা করার জন্য ফারজানা গিয়েছিল আমেরিকা। পড়াশোনা শেষ করে ওখানেই থেকে গিয়েছিল। ওখানকার একটা ইউনিভার্সিটিতে পড়াতো। ভালবেসে বিয়ে করেছিল রায়হানকে। রায়হানও ওখানকার একটা ইউনিভার্সিটিতে পড়ায়। বিয়ের পর পরই রায়হানের সাথে ফারজানার সৃষ্টি হয় তীব্র ব্যক্তিত্বের সংঘাত। মূলত এ ব্যক্তিত্বের সংঘাত সাংস্কৃতিক। রায়হান কথায় কথায় বাংলাদেশকে ছোট করে কথা বলে। ফারজানা বার বার বাংলাদেশে চলে আসতে বললেও রায়হান কিছুতেই রাজি হয় না। একদিন ফারজানা মেয়েকে নিয়ে একাই বাংলাদেশে বাবার বাড়িতে চলে আসে। এভাবেই ধারাবাহিকটির গল্প এগিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।