Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছর পর বিন্দু-আসিফের গেটটুগেদার অনুষ্ঠান

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিয়ের আগে মিডিয়া থেকে সরে গিয়েছিলেন অভিনেত্রী বিন্দু। তারপর এক বছর আগে তার বিয়ে হয়। পারিবারিকভাবে তার বিয়ে হয় আসফের সঙ্গে। বিয়ের সময় শুধু উভয় পরিবারের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। অবশেষে বিন্দু ও আসিফ তাদের সহকর্মীদের নিয়ে একটি ‘গেটটুগেদার’ অনুষ্ঠানের আয়োজন করেছেন। গেত ১৪ ফেব্রæয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে বিন্দু-আসিফের নিমন্ত্রণে অনুষ্ঠানে অনেক তারকা উপস্থিত হয়েছিলেন। রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিন্দু-আসিফকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন তানিয়া আহমদে, চিত্রনায়ক ফেরদৌস, মোহন খান, মৌসুমী হামিদ, তানভীর, টয়া, সাজু আহমেদ, তানিয়া হোসাইন, আফরিন, টিংকু, রহমতুল্লাহ তুহিন, সকাল আহমদে, অমিতাভ আহমদে রানা, শাহীন কবির টুটুল, সাইফ চন্দন, বন্যা মির্জা, নিপুণ, শোয়েব, মৌসুমী নাগ, তাহসিন, আনিসুর রহমান মিলন, হিল্লোল, নওশীন, রুম্মান রশীদ খান, ভাবনা, কল্যাণ কোরাইয়া, ফারহানা নিশো, নাঈম, নাদিয়াসহ আরো অনেকে। রাত আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আনন্দ মুখর পরিবেশে বিন্দু-আসিফের গেট টুগেদার অনুষ্ঠান চলে। গানে আর নাচে মৌসুমী হামিদ, টয়া, মিলন, তানভীর’সহ আরো অনেকেই আনন্দের মাত্রা বৃদ্ধি করেন। বিন্দু বলেন, ‘সবাই আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা এসেছেন। এটা আমার অনেক আনন্দের বিষয়। আমি আমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ।’ এদিকে বিন্দুর স্বামী আসিফ ঘোষণা দেন যে এখন থেকে প্রতি বছর ভালোবাসা দিবসে সবাইকে সঙ্গে নিয়ে নিয়মিতভাবে এই ‘গেট-টুগেদার’ উদযাপন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক বছর পর বিন্দু-আসিফের গেটটুগেদার অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ