Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৌসিফের নতুন অ্যালবাম ভালো নেই

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চলতি সপ্তাহেই বাজারে আসছে কণ্ঠশিল্পী তৌসিফের নতুন অ্যালবাম ‘ভালো নেই’। এটি প্রকাশ করছে সিডি চয়েস। অ্যালবামে তৌসিফের সহশিল্পী হিসেবে রয়েছেন সেরাকণ্ঠ তারকা পূজা ও লুইপা। এতে গান রয়েছে মোট পাঁচটি। অ্যালবামের গান লিখেছেন অনুরূপ আইচ, রকিব হোসেন ও সুনীল ঘোষ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তৌসিফ, মিলন ও রনি। এই অ্যালবামের মাধ্যমে প্রথমবারের মতো ‘সখি ভালোবাসা কারে কয়’ খ্যাত গায়ক মিলনের সুরে গান করেছেন তৌসিফ। ভিন্নধর্মী গানের এই অ্যালবাম প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘এটি আমার অনেক আবেগ ও মায়া জড়ানো একটি অ্যালবাম। এবার গানের কথার ওপর আমি বেশ জোর দিয়েছি। সাধারণত আমি সুরের ওপর গানের বাণী বসিয়ে থাকি। কিন্তু নতুন এই অ্যালবামের গানগুলোর কথার উপরই সুরের প্রলেপ দেওয়া হয়েছে। মাঝে আমি অনেকদিন রোমান্টিক ধারার গান করেছি। এই অ্যালবামে শ্রোতারা তাদের পুরনো তৌসিফকেই নতুন করে পাচ্ছেন। এটি একটি স্যাড-রোমান্টিক অ্যালবাম। গানগুলোতে ভালোবাসার সরল আবেগ প্রকাশিত হয়েছে। এই সময়ে যে ধরনের গান হয়, এই অ্যালবামের গানের মাধ্যমে আমরা তা থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি। ফলে এই গানে যে শ্রোতারা নতুন কিছু পাবেনÑএটা আমি নিশ্চিত করে বলতে পারি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৌসিফের নতুন অ্যালবাম ভালো নেই

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ