Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ৭:৩৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মীর মশাররফ হোসেন হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হলের ৪৫০ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষার্থীর নাম মো. আদনান। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪১ তম আবর্তনের ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। আদনান পরিবারের সঙ্গে ঢাকার যাত্রাবাড়িতে থাকতেন। পরিবারের দুই ভাইয়ের মধ্যে আদনান ছিলো সবার বড়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ঝুলন্ত অবস্থায় আদনানকে নিজ কক্ষের ভেতর থেকে উদ্ধার করে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজে আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এ বিষয়ে বলেন, কি কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছেন তা এখন পর্যন্ত উদঘাটন করা যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আদনানের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ রকম অপ্রত্যাশিত ঘটনায় আমরা মর্মাহত। আমি শুনেছি ও অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেটিক্স বিভাগের একজন মেধাবী ছাত্র ছিল। তার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। জানাজা শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ