Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এ সপ্তাহের পদাবলি

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রবার্ট ফ্রস্টের ২টি কবিতা
চারণভূমি

বসন্তে যে পাতারা ঝরে যায় মহাকালের ঠিকানায় আমি তাদের পরিষ্কার করতে যাচ্ছি
চারণ ভূমিতে ঝরাপাতার কান্না বন্ধ করতে আমার এই চলে যাওয়া তুমি জানো
অপেক্ষা করলেই দেখতে পাবে জলের স্বচ্ছতা তোমার জন্যই রেখেছি আনন্তকাল
আমি জানি তুমি আসবে কেননা হারিয়ে যাওয়ার জন্যে প্রস্থান নয় আমার।
যে মা তার শিশু সন্তানের জন্যে অপেক্ষায় আছে আমি তাকে আনতে যাচ্ছি
যে আধো আধো সুরে তার মা টলমল চোখে খুশির ঝিলিক দেখে, ভোলে দু:খ
সে সুখ খোঁজাই আমার কাজ, আমি দীর্ঘ সময়ের জন্য যাচ্ছি না-এ নয় প্রন্থান
আমি আবার আসবো তোমার জন্যে আমি জানি তুমিও ফিরবে এই পথে।

শান্তির ঠিকানা
বৃক্ষদের অনবরত চেষ্টাও যদি ব্যর্থ হয় আমি মানুষের জন্যে আবারো আনব সভ্যতা, তবুও
আমি জানি প্রত্যুষে কোন সানুদেশে কোথায় লুকিয়ে থাকে গবাদিপশু আমাদের জন্যেই,
গা এলিয়ে জুনিপার বৃক্ষরা যখন কথা বলে আর আমাকে লুকিয়ে রাখে শ্বেত শুভ্র প্রকৃতিতে
যেখানে সামাজিক বসতি নেই- নেই বিরোধের যাঁতাকল, জীবিত বা মৃত কথা নয়
পাহাড়ের বিপরীতে সেই কবরের মতো পবিত্র ভূমিতে যাই হোক না কেনো শান্তিই শেষ কথা।
এখানে প্রাণের ধারা টইটুম্বর যা চাই মনের গভীরে, যদিও দুপুরের আগেই সবই পেতে পারো
যেখানে আছো তুমি অথবা তোমরা কিন্তু তুমি কখনোই সেই দৃশ্যসুখ পাওনি যা, পাই প্রতিদিন,
যখন সূর্যমুখি পাহাড় আমার মুখমÐলকে উজ্জ্বল উজ্জ্বলতর করে-
আর যখন আমার শ্বাস প্রশ্বাস বাতাসের সাথে খেলা করে
আর আমি ছোট ছোট গাছের ঘ্রাণ নিতে নিতে পৃথিবীর গন্ধে বিভোর হই-
আমি অনুধাবন করি কিভাবে পিঁপড়ারা সাজায় সংসার ছোট গর্তেই
এভাবে গভীরে আরো গভীরে আমি খুঁজে নিই আমার স্বর্গ অনায়াসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন