বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ৭ যাত্রী হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত তিনটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ধল্যা সাদিয়া টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার জগরনগর গ্রামের নুরুজ্জামানের ছেলে পলাশ (১৭) জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মহববতপুর অমলের ছেলে গোপাল (২১)।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাট গামী এসআই ট্রাভেলস (ঢাকা মেট্রো ব ১৪-৭০৯১) একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ওইস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসের একপাশে থাকা যাত্রীরা হতাহত হন। ট্রাকটি পালিয়ে গেছে। দুর্ঘটনার কাছাকাছি মির্জাপুর থানা পুলিশের টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। পরে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের লাশ হাইওয়ে থানায় রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।