Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জইশ-ই-মোহাম্মদ নেতা খালিদ নিহতের দাবি ভারতীয় পুলিশের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদের শীর্ষ সংগঠক উমর খালিদকে হত্যার দাবি করেছে ভারতীয় পুলিশ। গত সোমবার উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলার লাধুরায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর স্পেশাল অপারেশনস গ্রæপ খালিদকে হত্যা করে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি। অভিযানে তার কাছ থেকে একটি পিস্তল ও গ্রেনেড উদ্ধার করা হয়। এই ঘটনাকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে বড় সাফল্য হিসেবে দেখছে কাশ্মিরের পুলিশ। তারা বলছে, খালিদের মৃত্যুতে রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি হয়ে ওঠা সংগঠন জইশ-ই-মোহাম্মদ চোখ-কান হারিয়েছে। পুলিশ কর্মকর্তা মুনির আহমাদ খান জানান, বেশিদিন টিকে আছে কাশ্মিরে তৎপর এমন বিদেশিদের মধ্যে খালিদ ছিল অন্যতম। ২০০৯ সাল থেকে সে এখানে কাজ করছে, কাশ্মিরের সবকিছু সম্পর্কেই জানতো সে, বলেন তিনি। সা¤প্রতিক সময়ে কাশ্মিরের বেশ কয়েকটি আত্মঘাতী হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে খালিদকে দেখা হচ্ছে, যার মধ্যে আছে গত সপ্তাহে শ্রীনগর বিমানবন্দরের ঘটনাও। ওই হামলায় এক সেনা সদস্য নিহত হন। বান্ধবীর বাড়ি বেড়াতে যাওয়ার সূত্র ধরে পুলিশ খালিদকে অনুসরণ ও পরে হত্যা করতে সক্ষম হয় বলে জানিয়েছে। খালিদ সা¤প্রতিক সময়ে সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন জায়গায় হামলা চালানো ১২ জনের একটি দলের পরামর্শদাতা ও কমান্ডার ছিলেন বলে দাবি তাদের। উত্তর কাশ্মিরের সোপোরে ছিল তার ঘাঁটি। মাসখানেক আগে খালিদের পরিকল্পনাতেই পুলওয়ামায় জেলা পুলিশ লাইনের ভেতরে হামলা চালানো হয় বলে ধারণা আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর। ওই হামলায় আধাসামরিক বাহিনীর চার ও পুলিশের চার সদস্য নিহত হন। গত বছর সেনাবাহিনী বারামুল্লায় জইশ-ই-মোহাম্মদের একটি মডিউলে খালিদের নাম পায়; এরপর থেকেই তাকে খোঁজা শুরু হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ