Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দিনে একজনের আত্মহত্যা ভারতীয় সশস্ত্র বাহিনীতে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ভারতে সশস্ত্র বাহিনীর তিনটি শাখা থেকে প্রতি তিন দিনে গড়ে একজন করে সদস্য আত্মহত্যা করছেন। এ প্রবণতা সবচেয়ে বেশি সেনাবাহিনীতে। স¤প্রতি দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে দায়িত্ব পালনকালে নিজেকেই গুলি করেন সেনা সদস্য নরেন্দ্র আর। তার লাশ সোমবার ব্যাঙ্গালুরুতে নেয়া হয়েছে। আত্মহত্যা নিয়ে তার পরিবারের আশঙ্কা থাকলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তার নাম তালিকাভুক্ত হচ্ছে আত্মহত্যাকারী সেনা সদস্য হিসেবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০১৪ সালের ১লা জানুয়ারি থেকে ২০১৭ সালের ৩১ শে মার্চ পর্যন্ত সময়ে প্রতিরক্ষা খাতে তিন বাহিনীর গড়ে একজন করে সদস্য প্রতি তিন দিনে আত্মহত্যা করেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, ১১৮৫ দিনের এ সময়ে দায়িত্বে থাকা অবস্থায় প্রতিরক্ষার এই তিন বাহিনীতে আত্মহত্যা করেছেন ৩৪৮ জন। বিশেষ করে সংঘাতময় জম্মু-কাশ্মীর অথবা ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এ ঘটনা বেশি ঘটছে। এসব এলাকায় দীর্ঘ সময় তাদেরকে মোতায়েন রাখা হয়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বাড়িতে ভূমি সংক্রান্ত বিরোধ সহ ব্যক্তিগত নানা কারণে বেশির ভাগ আত্মহত্যা ঘটছে। এসব অভিযোগ যে একেবারে ভুল তা নয়। দীর্ঘদিন ওয়েস্টার্ন ফ্রন্টে দায়িত্ব পালন করেছেন এমন একজন কর্নেল বলেন, এসব স্টেশনে দীর্ঘ সময় দায়িত্ব পালন করলে তাতে মানসিক ও শারীরিক সমস্যা দেখা দেয়। আমাদের প্রশিক্ষণ ও জাতিকে সেবা দেয়ার জন্য এসব স্থানে যেতে হয়। কিন্তু মাঝে মাঝেই তা জটিল আকার ধারণ করে। যদি কোনো সদস্যের বাড়িতে আগে থেকেই সমস্যা থাকে তাহলে এই পরিবেশে, ওইসব এলাকায় দায়িত্ব পালন করা তার জন্য খুব কঠিন হয়ে পড়ে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ