প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: ‘শিখায়িলা পিড়িতি তুমি, বুঝায়িলা প্রেমের ঢং/ চাইনি পেতে এই আমি, কষ্টের আছে যত রং’ এমন কথার নতুন একটি গান করলেন জনপ্রিয় কন্ঠ শিল্পী শিরিন। প্রথমবারের মতো দ্বৈত কোন গান করলেন পাঞ্জাবী ওয়ালা খ্যাত এই শিল্পী। গানটিতে তার সাথে দ্বৈত কন্ঠ দিয়েছেন এই প্রজন্মের সম্ভাবনাময় সঙ্গীত শিল্পী পাবেল। ধ্রæব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যালেনে প্রকাশিত হয়েছে গানটি। আভরাল সাহিরের কথা সুর ও সঙ্গীতে গানটি ভিডিও নির্মান করেছেন- সৈকত রেজা। চট্টগ্রামের কাপ্তাই ও ঢাকার উত্তরার মনোরম লোকেশনে চিত্রায়িত এই গানটির ভিডিওতে পাবেল ও শিরিনের পাশাপাশি দেখ যাবে মডেল সানজুকেও। প্রথমবারের মতো দ্বৈত গান প্রসঙ্গে শিরিন বলেন, ‘পাবেল যখন আমাকে বলে তার সাথে দ্বৈত গান করতে, আমি প্রথমে রাজি হইনি। কারণ এর আগে আমি কোন দ্বৈত গান করিনি। আমার দ্বৈত গান শ্রোতারা কিভাবে নিবে এটা নিয়ে চিন্তিত ছিলাম। তারপর গানের কথা, সুর এবং সঙ্গীত আমার মনে ধরে। গানটি গেয়ে ফেললাম। গানটি প্রকাশিত হওয়ার পর আমার চিন্তা দূর হলো দর্শক-শ্রোতারা ভালোভাবেই নিয়েছে আমার এই দ্বৈত গান। পাবেল বলেন, শিরিন আপুর মতো এত বড় মাপের একজন সঙ্গীত শিল্পী আমার সাথে দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন এটা আমার জীবনে বড় একটা প্রাপ্তি। যা আমার কল্পনার বাইরে ছিলো। গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতাদের ভালো সাড়া পাচ্ছি। কৃতজ্ঞতা জানাই সকল দর্শক-শ্রোতাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।