মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে দুটি অভিবাসন চেক পোস্ট খুলে দিয়েছে ভারত। পূর্বাঞ্চলের দুই প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে এই সীমান্ত খুলে দেয়া হয়েছে বলে বার্তাসংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিজোরামের লংলাই জেলার জরিনপুই সীমান্তের চেক পোস্টকে অভিবাসন চেকপোস্ট হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। বৈধ কাগজপত্রসহ সব ধরনের মানুষ মিয়ানমার থেকে ভারতে অথবা ভারত থেকে মিয়ানমারে এই চেকপোস্টের মাধ্যমে প্রবেশ করতে পারবেন। পৃথক এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, মিজোরামের লুঙলেই জেলার কাওরপুইচুয়াহ চেক পোস্টকে অভিবাসন চেকপোস্ট হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। এই চেকপোস্টের মাধ্যমে বৈধ কাগজপত্রসহ সব ধরনের মানুষ বাংলাদেশ থেকে ভারতে অথবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। কাওরপুইচুয়াহ মিজোরামের নদী সীমান্তে অবস্থিত। ভারত-মিয়ানমার সীমান্তের মিজোরামের জরিনপুইকে মাল্টি-মডেল প্রকল্প হিসেবে বেছে নেয়া হয়। মিয়ানমারের সিত্তে বন্দর থেকে ২৮৭ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় অবস্থিত জরিনপুই। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।