মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে ৬ মাস বৃদ্ধি করা হলো জরুরি অবস্থার মেয়াদ। বুধবার (১ ফেব্রুয়ারি) দেশটিতে জান্তা সরকারের দু’বছর পূর্তিতে এই ডিক্রি জারি করেন সেনা শাসক মিন অং হ্লাইং। রাজধানী নেইপিদোর উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা বৈঠকে দেন এই ঘোষণা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে শিগগিরই সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন হবে। তবে নির্ধারিত কোনো তারিখ ঘোষণা করেননি তিনি।
বুধবারই মিয়ানমারের ক্ষমতায় দু’বছর পূর্ণ করলো সেনা শাসক। যার বিরোধিতায় দেশে ছোট্ট পরিসরে বিক্ষোভ-প্রতিবাদ হয়। প্রতিবেশী দেশগুলোয় হয় ব্যাপক আন্দোলন। যেখানে- গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’সহ সব রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়। সংবিধান সংস্কারের পাশাপাশি আগাম নির্বাচনও চান বিক্ষোভকারীরা।
এদিকে, অভ্যুত্থানের দু’বছরে মিয়ানমারের সামরিক কর্মকর্তা এবং সেনা পরিচালিত প্রতিষ্ঠানের ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।