Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যুত্থানের পর এ পর্যন্ত ৫৫ হাজার বাড়ি পুড়িয়ে দিয়েছে মিয়ানমার জান্তা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫১ এএম

মিয়ানমার জান্তা ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ৫৫ হাজার ৪৮৪টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে বলে নিরপেক্ষ গবেষণা সংস্থা ডাটা ফর মিয়ানমার জানিয়েছে। এতে বলা হয়, ৩১ জানুয়ারি পর্যন্ত পুড়িয়ে দেয়া ৮০ ভাগ বাড়ি সাগেইং অঞ্চলের।

বলা হয়, ২০ ফেব্রুয়ারি জান্তার সৈন্যরা শওয়েবো টাউনশিপের হতু গই গ্রামটি জ্বালিয়ে দেয়।

হতু গই গ্রামের উ মিয়া, ৫২, জানান, এখানে কোনো যুদ্ধ না হওয়া সত্ত্বেও সৈন্যরা বিকেলে এসে গ্রামটি ঘিরে ফেলে। আমরা তাদের আসার খবর পেয়ে সকালেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম। তারা গ্রামের সকল বাড়ি জ্বালিয়ে দিয়েছে।

তিনি জানান, গ্রামের ২০০ বাড়ির সবই পুড়ে গেছে। গ্রামবাসীরা এখন অন্যান্য গ্রামে ও বনে আশ্রয় নিয়েছে।
এস অ্যান্ড সি জানায়, সৈন্যরা সব খাবার ও ফসলও ধ্বংস করে দিয়েছে। তারা সকল গৃহপালিত পশুও হত্যা করেছে।
এতে বলা হয়, চলতি সপ্তাহে কান্তবালু জেলায় তিন দিনে সৈন্যরা ২৪৮টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে।
মিয়ানমার সৈন্যদের জ্বালাও পোড়াও অভিযানে চিন রাজ্যের পর দ্বিতীয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হচ্ছে মাগবি অঞ্চল।
ডাটা ফর মিয়ানমার জানায়, মাগবি অঞ্চলে আট হাজার ৮৬৩টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। সূত্র : ইরাবতী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ