প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: চলচ্চিত্র পরিচালনায় আসছেন চিত্রনায়ক ফারুক। ইতোমধ্যে গল্প নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। ফারুক বলেন, ‘শিগগিরই চলচ্চিত্র নির্দেশনায় আসবো। তিনটি গল্প নিয়ে ভাবছি। এর মধ্যে একটি চুড়ান্ত করা হবে। আমার মনের মতো করেই আমার প্রথম চলচ্চিত্র নির্দেশনার কাজটি হবে। আমার শুভাকাঙ্খী যারা তাদের সঙ্গে নিয়েই প্রথম চলচ্চিত্রটি নির্মাণ করতে চাই। ’ ফারুক জানান, তার গল্প চূড়ান্তর পর গল্পের সংলাপ রচনা করবেন আমজাদ হোসেন। গান লিখবেন গাজী মাজহারুল আনোয়ার। ফারুকের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হবে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এদিক আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে গাজীপুর-৪ আসন থেকে নির্বাচেন অংশ নেবার চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন ফারুক। ফারুক বলেন,‘ আমি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই, সাধারণ মানুষের সেবা করতে চাই। চাই সর্বোপরি দেশের কল্যাণে কাজ করে যেতে। আমি আশাকরি আমার এলাকার মানুষ আমার পাশে থেকে আমাকে দেশের সেবা করতে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।’ চিত্রনায়ক ফারুক সর্বশেষ আজাদী হাসানাত ফিরোজ পরিচালিত ‘ঘরের ল²ী’ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন ববিতা। এরপর আর নতুন কোন চলচ্চিত্রে তাকে অভিনয়ে দেখা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।