Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরাকান স্বাধীন করে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে হবে -ইসলামী ঐক্যজোট

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আরাকানকে স্বাধীন করে রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোটের নেতারা। গতকাল (শুক্রবার) চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে লালদীঘি ময়দানে আয়োজিত মহাসমাবেশে এ দাবি করেন তারা। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, মিয়ানমারের আরাকানে যা ঘটছে তা সা¤প্রতিককালের ভয়াবহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিশ্বনেতৃবৃন্দকে কঠোর সিদ্ধান্ত গ্রহন করতে হবে। মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, আরকানের স্বাধীনতা ছাড়া রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ হবেনা। মিয়ানমারে মুসলমানদের উপর সরকারী বাহিনী ও মগদস্যুদের চলমান নৃশংস হামলা ও গণহত্যা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানিয়েছে। অন্যদিকে মিয়ানমার সরকার বার বার বাংলাদেশের আকাশ সীমালঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। এমন অবস্থায় আমাদের বসে থাকলে চলবে না, আমাদে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে মিয়ানমার সরকারকে উচিৎ জবাব দিতে হবে এবং আরকানের মুসলমানদের বাচাঁতে আরাকানকে স্বাধীন করতে হবে।
চট্টগ্রাম মহানগরী সভাপতি মাওলান মাঈনুদ্দীন রূহীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আ ন ম আহমদ উল্লাহর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা জোবাইর আহমদ, আল্লামা ইসহাক নূর, সউদি আরব মক্কা উম্মুল কোরা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ও রাবেতা আল ইসরামিয়ার দক্ষিণ এশিয়ার দায়ী শেখ আবু ওমর আবদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা মুফতি তৈয়ব হোসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, মাওলানা আলতাফ হোসাইন, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা ফোরকান আহমেদ, মহানগর সেক্রেটারি মাওলানা হাজি মোজাম্মেল হক, মহানগর সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আলী প্রমুখ।



 

Show all comments
  • Md Al Noman ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৫৭ এএম says : 0
    আরাকান রাজোর সান্তি করতে হলে সবাই কে এক্কা হতে হবে
    Total Reply(0) Reply
  • Sayed Muhibbullah ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৫৭ এএম says : 0
    হলে তো ভালোই হতো ! কিন্তু স্বপ্নটি অবাস্তব ।
    Total Reply(0) Reply
  • Ataur rahman ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ৩:২৮ পিএম says : 0
    আমরা চাই. সাধীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরাকান

২১ জানুয়ারি, ২০১৯
১২ সেপ্টেম্বর, ২০১৭

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ