মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের পরিবহন মন্ত্রণালয়ের অপহৃত ১৬ কর্মচারীকে মুক্তি দিয়েছে রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। একদিন আগেই একটি ফেরি থেকে তাদের অপহরণ করা হয়েছিলো। এক বিবৃতিতে ওই বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, বন্দিদের কোনও সেনা সংশ্লিষ্টতা না থাকার ব্যাপারটি নিশ্চিত হয়ে বুথিডংয়ে থায় কান গ্রামের স্থানীয় নেতা ও প্রশাসকদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণসহ রাখাইনে সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নকে সামনে রেখে প্রচারণা চালায় আরাকান আর্মি। রাখাইনে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের তথ্য বারবার সামনে আনার মধ্য দিয়ে সেখানকার দরিদ্র জনগোষ্ঠীকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সচেতন করে তুলছে তারা। ২০১৮ সালের নভেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। সেনা-সংশ্লিষ্টতার অভিযোগ তুলে আরাকান আর্মি ধারাবাহিকভাবে বেসামরিক মানুষদের অপহরণ করে থাকে। পরিবহন মন্ত্রণালয়ের কর্মচারীদেরকেও একই আশঙ্কায় অপহরণ করা হয়েছিলো। তাদের মুক্তির খবর নিশ্চিত করেছেন মংডুর জেলা প্রশাসক উ সো অং। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।