Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইনে ত্রাণ বিতরণে বাধা

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের পশ্চিমাঞ্চলে মানবিক সহায়তায় বাধা সৃষ্টি করেছে বৌদ্ধ দাঙ্গাকারীরা। এসময় পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। এতে বলা হয়, গত বুধবার দিনের শেষের দিকে আন্তর্জাতিক রেড ক্রস নৌকায় করে মানবিক ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে যেতে থাকে রাখাইনের ওইসব এলাকায়, যেখানে রোহিঙ্গা মুসলিমরা তাদের বাড়িঘর ছেড়েছেন। কিন্তু পথে তাদের গতিরোধ করে প্রায় ৩০০ বৌদ্ধ। তারা ইটপাথর ও হাতবোমা নিক্ষেপ করে বাধা সৃষ্টি করে। পুলিশ কর্মকর্তা ফায়ো ওয়াই কাইওয়া বলেছেন, এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তবে কেউ হতাহত হয়নি এতে। রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়েতে এ ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ২৫ আগস্ট শুরু হওয়া সহিংসতায় রাখাইনের কমপক্ষে চার লাখ ২১ হাজার রোহিঙ্গা পালিয়েছে। সেখানে নৃশংস অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। তাদের সঙ্গে যোগ দিয়েছে বৌদ্ধরা। নৃশংসভাবে হত্যা করা হচ্ছে মানুষ। গণ ধর্ষণ করা হচ্ছে নারী, যুবতী, কিশোরীদের। এরপরও তাদেরকে বাঁচতে দেয়া হচ্ছে না। খুঁচিয়ে খুঁচিয়ে মারা হচ্ছে। কুপিয়ে কুপিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্নভিন্ন করা হচ্ছে। পুড়িয়ে দেয়া হয়েছে বা হচ্ছে গ্রামের পর গ্রাম। এসব বিষয়ে সাক্ষ্য দিচ্ছে আন্তর্জাতিক সব সংগঠন, জাতিসংঘ। নৃশংসতা থেকে জীবন বাঁচাতে প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশে ছুটে আসছে রোহিঙ্গার ঢল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই বিক্ষোভে সা¤প্রদায়িক বৈরিতা আরও বেড়ে গেছে। ফলে ত্রাণ সরবরাহ কঠিন হয়ে গেছে দাতব্য সংস্থাগুলোর। বুধবার রাতে প্রায় ৫০ টন ত্রাণ নিয়ে রোহিঙ্গাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে বলে জানিয়েছে সরকারি সূত্র। সেসময় কয়েকজন বিক্ষোভকারী লাঠি ও ধাতব বস্তু নিয়ে এগিয়ে আসে। কেউ কেউ পেট্রোল বোমাও ছুঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় ২০০ পুলিশ। গুলিও ছুড়তে হয়। এক প্রত্যক্ষদর্শী জানায়, তিনি কয়েকজনকে আহত হতে দেখেছেন। সরকারি তথ্য দফতর জানায়, এখন পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। এপি,রয়টার্স।



 

Show all comments
  • Tariqul Islam ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৫৮ এএম says : 0
    Stop rohingya genocide killing in arakan
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাখাইন

১৮ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ