Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাখাইনে নৃশংসতার প্রমাণ সংরক্ষণ করবে মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণগুলো সংরক্ষণ করতে ইউনিয়ন-পর্যায়ের মন্ত্রী ও রাখাইন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট। সরকারের একটি কমিশন এসব অভিযোগ তদন্ত করে। প্রেসিডেন্টের দফতর জানায়, এই নির্দেশের লক্ষ্য হলো ফৌজদারি তদন্তে সহায়তা এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা। কেউ প্রমাণ নিশ্চিহ্ন করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘জাতিগত নিধন’ অভিযানের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তখন মিয়ানমার বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনে জাতিসংঘের সংস্থা। এই বাহিনীর বিরুদ্ধে নির্বিচারে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ আরো বহু ধরনের নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে। দ্য ইরাবতী, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাখাইন-নৃশংসতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ