মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাখাইন মিয়ানমারের একটি সংঘাতকবলিত রাজ্য। যেখান থেকে লাখ লাখ রোহিঙ্গাকে নির্যাতন করে দেশ ছাড়তে বাধ্য করেছে মিয়ানমার সেনাবাহিনী। নির্যাতনের মুখে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এবার রোহিঙ্গাদের অবর্তমানে সেই রাখাইনের উন্নয়নে চীন ও সিঙ্গাপুরের পক্ষ থেকে ১৬০ কোটি মার্কিন ডলারের প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। যৌথভাবে এ প্রস্তাব করেছে চীনের সাংহাই ব্রাইট ইন্ডাস্ট্রি লিমিটেড ও সিঙ্গাপুরের হুয়াচেন ইন্টারন্যাশনাল রিসোর্স লিমিটেড।
এ উপলক্ষে গত ১২ জুলাই রাখাইনের রাজধানী সিত্তে সফর করেন এই দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ইউ নিই পিউর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। রাজ্য সরকার এ প্রকল্পের বিস্তারিত কোনও তথ্য দেয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াচেন ইন্টারন্যাশনাল রিসোর্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চুয়া হাউ পোর বিখ্যাত পেনিনসুলা হোটেল গ্রুপের দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারহোল্ডার ছিলেন। যারা একটি বৈশ্বিক হোটেল চেইন পরিচালনা করে এবং বার্ষিক লাখ লাখ মিলিয়ন ডলার উপার্জন করে। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক নিবন্ধে দাবি করেছে, চুয়া হাউ পোরের চীনের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তার সঙ্গে চীনা প্রেসিডেন্টের আস্থাভাজন লি জানশুর গভীর সম্পর্ক রয়েছে। বার্মা নিউজ, ইরাবতী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।