মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের এক ইউনিয়ন মন্ত্রী ও রাখাইন রাজ্যের মুখ্যমন্ত্রী বুধবার সকালে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। তাদেরকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বুথিডং টাউনশিপের কাছে বিদ্রোহী গ্উপগুলোর গুলির মুখে পড়ে। তবে হামলায় কোনরকম আহত হওয়া ছাড়াই মন্ত্রী দু’জন রক্ষা পেয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। কেন্দ্রিয় সমাজকল্যাণমন্ত্রী ড. উইন মিয়াত আয়ে ও রাখাইনের মুখ্যমন্ত্রী উ নাই পু হেলিকপ্টারে করে বুথিডং যাচ্ছিলেন। নিয়াউং চুয়াং গ্রামের কাছে হেলিকপ্টারটি গুলির মুখে পড়ে। তারা উদ্বাস্তুদের দেখতে যাচ্ছিলেন। ওই এলাকায় মিয়ানমার সেনাবাহিনী ও জাতিগত আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে এরা বাস্তচ্যুত হয়। হামলার জন্য আরাকান আর্মিকে দায়ি করে সেনাবাহিনী। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, নিচ থেকে হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুঁড়ে এএ সদস্যরা। গুলি টার্গেটে আঘাত করবে কিনা সেই বিবেচনা তাদের ছিলো না। এএ’র মুখপাত্র জানান যে তারা এ ধরনের কোন ঘটনার কথা শোনেননি। দ্য ইরাবতী, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।