Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সংঘাতের আশঙ্কা

রাখাইনে ভোট দিতে পারবে না ১১ লাখ অধিবাসী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

মিয়ানমারের আসন্ন নির্বাচনে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১১ লাখ বাসিন্দা ভোট দিতে পারবে না। শুক্রবার প্রকাশিত নির্বাচন কমিশনের তথ্যে এ কথা জানা গেছে। এতে এলাকাটিতে নতুন করে সংঘাত দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ৮ নভেম্বরের নির্বাচনে বর্তমান নেতা অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি (এনএলডি) আবারো ক্ষমতায় আসবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। দেশটি থেকে সামরিক শাসন বিদায় নেয়ার পর এই দ্বিতীয়বারের মতো নির্বাচন হচ্ছে। কিন্তু রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব ও ভোটদানের অধিকার খর্ব করায় অনেক পর্যবেক্ষক এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। নিরাপত্তার অযুহাতে শুক্রবার ইসি জানায় অনেক জায়গায় ভোট হবে না। এর মধ্যে রাখাইনে আট লাখ মানুষ ভোট দিতে পারবে না। মিয়ানমারে যে ছয় লাখ রোহিঙ্গা রয়ে গেছে তার অর্ধেকেই রাখাইন রাজ্যে বাস করে। ফলে এই রাজ্যে ভোট দিতে পারবে না মোট ১১ লাখ অধিবাসী, যা গোটা রাজ্যের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ। বাংলাদেশের উদ্বাস্তু শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা মানবেতর জীবন যাপন করছে। জাতিগত বৌদ্ধ রাখাইনদের স্বায়ত্তশাসনের জন্য এই রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত আরাকান আর্মি। এএফপি, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাখাইন

১৮ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ