রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, কুমিল্লা উত্তর থেকে : বিএনপি’র ঘাটি হিসেবে পরিচিত কুমিল্লা উত্তর জেলার ৫টি নির্বাচনী আসনের মধ্যে কুমিল্লা-৭ আসন চান্দিনা। ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটি। একাদশ নির্বাচনের সোয়া এক বছর বাকি থাকলেও দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীত সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়ঝাপ শুরু হয়ে গেছে। পাশপাশি ওই সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকা চান্দিনার সবর্ত্র আগেবাগেই প্রচারনা ও গনসংযোগ শুরু করেছেন। এ আসনে সরকারী দল আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। বিএনপির একক সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে প্রচারণায় আছেন নবম জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজসেবি আলহাজ¦ খোরশেদ আলম। এদিকে গত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএপির প্রার্থী খোরশেদ আলমকে পাঁচ হাজার দুইশ’ ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হন আ’লীগ প্রার্থী সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ। ওই নির্বাচনে এলডিপির প্রার্থী রোদোয়ান আহমেদ ভোটের দিন সকালে বিএনপি প্রার্থী খোরশেদ আলমের বিরোধিতা করে সরাসরি আ’লীগ প্রার্থীর পক্ষ নেন। যার কারণে খোরশেদ আলম ৭৪ হাজার ভোট পেয়ে মাত্র পাঁচ হাজার দুইশ’ ভোটে হারতে হয়েছে। ওই নির্বাচনে এলডিপি প্রার্থী রেদোয়ান আহমেদ মাত্র ১৩ হাজার ভোট পান (জামানত বাজেয়াপ্ত)। এদিকে জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগুচ্ছে নির্বাচনের পথে। স্থানীয় সকল নেতাকর্মীদের সাথে নিয়েই তিনি নির্বাচনী এলাকা চান্দিনার সর্বত্র চষে ড়োচ্ছেন। গ্রামে গামে গনসংযোগ করে বেড়াচ্ছে। এসময় নেতাকর্মীরা বিএনপির বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরে বলেন বিএনপি একটি গনমুখি ও উন্নয়নমুখি দল। নেতাকর্মীদের সুখে-দুঃখে তিনি পাশে থেকেছেন। নেতাকর্মীদের প্রতি তার অকৃতিম ভালবাসা, ধৈর্য ও সহনশীলতাই জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে তিনি। গত নবম জাতীয় সংসদ নির্বাচনেই তার প্রমান মিলেছে খোরশেদ আলমের বিকল্প প্রার্থী চান্দিনায় নেই। চান্দিনা বিএনপিতে দলীয় কোন কোন্দল নেই। খোরশেদ আলম বহু ত্যাগের বিনিময়ে এখানকার বিএনপিকে গুচিয়ে রাখতে সক্ষম হয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের দাবি এত মামলা-হামলার পরও তিনি নেতাকর্মীদের দুঃখে পাশে দাড়িছেন। তারা বলছেন এ যাবতকালে এখানকার বিএনপিতে আমরা এমন ত্যাগি ও যোগ্য নেতা পাইনি। দল এখন সু-সংগঠিত। জনপ্রিয়তা এতটুকুন কমেনি বরং আরো কয়েকগুন বেড়েছে বলে র্তণমূল নেতাকর্মীদে দাবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।