বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : কেরানীগঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের আগেই সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করছে এবং প্রচার-প্রচারণা চালাচ্ছে। আগামী ১৪ তারিখে প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক বরাদ্দ দেয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্তৃপক্ষ নীরব ভ‚মিকা পালন করায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে সরকারদলীয় বিদ্রোহী প্রার্থী, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থীরা ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েই সরকারদলীয় প্রার্থী ও তাদের সমর্থকদের নানা হুমকিতে রয়েছেন। কোন্ডা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশারফ হোসেনের প্রার্থিতা বিশেষ কারণে বাতিল হওয়ায় সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইদুর রহমান ফারুক খুব আনন্দ উৎসাহের মাধ্যমে তার নির্বচানী এলাকায় প্রতিদিনই নৌকা প্রতীক নিয়ে গণসংযোগ ও প্রচার প্রচারনা চালাচ্ছে। বাড়ি বাড়ি নৌকা প্রতীক সম্বলিত ষ্টিকার, হ্যান্ডবিল ও লিফলেট দিচ্ছে। সাবেক যুবলীগ নেতা হাবীবুর রহমান হাবীবের অপহরন মামলার অন্যতম এক আসামিকে সাথে নিয়েই সাইদুর রহমান ফারুক প্রতিদিন এই নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। সাইদুর রহমানের শক্তিশালী প্রতিদ্ব›দ্বী প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ গোলজার হোসেন প্রতীক না পাওয়ার কারণে সে কোন নির্বাচনী প্রচারনায় নামতে পারছেন না। সরকার দলীয় প্রার্থী ও তার লোকজন বিদ্রোহী প্রার্থী গোলজার হোনেসহ ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীদের নানা হুমকী দিচ্ছে। জিনজিরা ইউনিয়নে সরকারদলীয় প্রার্থী মোঃ সাকুর হোসেন সাকু ব্যানার, ফেস্টুন ষ্টিকার নিয়ে প্রতিদিনই নির্বাচনী গণসংযোগ, প্রচার প্রচারনা চালাচ্ছেন। একমাত্র স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন গত ২৮ ফেব্রæয়ারি উপজেলা আইনশৃঙ্খলা সভায় তাকে হুমকী দেয়ার কথা বললে এসময় তার বক্তব্য তীব্র ভাষায় প্রতিহতো করেন রোহিতপুর ইউনিয়ন সরকার দলীয় প্রার্থী আব্দুল আলী এবং শুভাঢ্যা ইউনিয়ন সরকার দলীয় প্রার্থী ইকবাল হোসেন। জিনজিরা ইউনিয়নে বিএনপি প্রার্থী ওমর শাহনেওয়াজ প্রতীক বরাদ্দ না পাওয়া পর্যন্ত সে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনায় নামেননি। কালিন্দী ইউয়িনে সরকার দলীয় প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হোসেন বেশ ফুরফুরা মেঝাঝে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। তার প্রতিদন্দী বিএনপি প্রার্থী সামসুল হক লিটন জেল খানায় থেকে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। তার সমর্থকরা এই মুহুর্থে নির্বাচনী প্রচারণায় নেই। কলাতিয়া ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী আওয়ামীলীগ নেতা মোঃ তাহের আলী পোস্টার, ব্যানারসহ গাড়ি নিয়ে নির্বাচনী গনসংযোগ ও প্রচার প্রচারনা চালাচ্ছেন। তার প্রতিদ্বন্দী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক ও বিএনপির প্রার্থী দাউদ সিকদার প্রতীক বরাদ্ধ না পাওয়ায় তারা কোনো নির্বাচনী প্রচারণায় নামতে পারছেন না। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারেক বলেন, আমি গত নির্বাচনে সরকারদলীয় প্রার্থী ছিলাম। তাহের আলী আমার বিদ্রোহী প্রার্থী ছিল। এবার তাহের আলী আমাকে নানা হুমকি দিচ্ছে এবং আমার লোকজনকে পুলিশ দিয়ে হয়রানি করছে। সে নির্বাচনী আচরন বিধ লংঘন করে পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও স্টিকার নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা বছির আহমেদকে জিজ্ঞাসা করা হলে সে জানান, এ ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগ দায়ের করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।