Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরব অঞ্চলে গণসংযোগ বাড়াবে আম আদমি

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের আম আদমি পার্টি (এএপি) আরব দেশগুলোতে গণসংযোগ বাড়াতে চায়। এএপি সউদি আরবের রিয়াদে তাদের শাখার এক বছর পূর্ণ হওয়ায় দলটির সমর্থকরা সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আরব উপসাগরীয় দেশগুলোতে প্রায় ৭০ লাখ ভারতীয় থাকেন। এ জন্য এএপি এসব দেশে তাদের গণসংযোগ আরও বাড়াতে চায়। দিল্লির ক্ষমতাসীন দল এএপির বিদেশবিষয়ক সহ-আহ্বায়ক ও আইনপ্রণেতা আদর্শ শাস্ত্রী বলেন, সুশাসনের জন্য এএপি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। আদর্শ শাস্ত্রী বলেন, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে এএপি ভারতের দুর্নীতির মূল উপড়ে ফেলে অদুর্নীতিপরায়ণ শাসন প্রতিষ্ঠা করবে। জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব অঞ্চলে গণসংযোগ বাড়াবে আম আদমি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ