রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী মিলে ফেনী-১ আসন। এ আসনে এবার নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও হজ্ব এজেন্সী অব বাংলাদেশ (হাব) এর সাবেক মহাসচিব আলহাজ্ব শেখ আবদুল্লাহ। তৃণমূল পর্যায়ে জনসেবা করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনে মনোনয়ন পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সমর্থন নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন আলহাজ শেখ আবদুল্লাহ। তিনি ফেনী-১ আসন তথা ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজীতে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গতকাল বৃহস্পতিবার দিবব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা নির্বিঘেœ করতে পূজা মন্ডপে গিয়ে তাদেরকে লুঙ্গি, গেঞ্জি ও শাড়ী এবং নগদ অর্থ সহায়তা দিয়েছেন। গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দিচ্ছেন আর্থিক সহায়তা। পৃষ্ঠপোষকতা করছেন দলের বড় বড় অনুষ্ঠানে। এব্যাপারে ঢাকাস্থ ফেনী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সন্জরী গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবদুল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন- আদর্শ বাস্তবায়ন ও প্রধানমন্তী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার নিমিত্তে কাজ করে যাচ্ছি। তাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিলে তিনি প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দিতে পারবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।