Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্য অক্টোবরের মধ্যেই শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষ হচ্ছে মধ্য অক্টোবরে। তবে ৩০ অক্টোবর পর্যন্ত এ সংলাপ চলবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষ করে নারী নেত্রী, নির্বাচন পর্যবেক্ষক ও সবশেষে নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে বসবে কমিশন (ইসি)। এরইমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও সংসদের বাইরে থাকা অন্যতম বড় দল বিএনপিসহ অন্যসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের দিনক্ষণ ঠিক করা হয়েছে। একইসঙ্গে নারী নেত্রী, নির্বাচন পর্যব্ক্ষেক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের সূচিও ঠিক করেছে কমিশন। ইসির চূড়ান্ত করা সংলাপসূচিতে ক্ষমতাসীনদের সঙ্গে বৈঠকের দিন ধার্য্য করা হয়েছে ১৬ অক্টোবর। এছাড়া বিএনপির সঙ্গে ১২ অক্টোবর ও জাতীয় পার্টির সঙ্গে ৯ অক্টোবর বসার দিন ঠিক করা হয়েছে।
এর আগে ২০টি দলের সময়সূচি চূড়ান্ত হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি ও সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে সংলাপসূচি এতদিন ঘোষণা করা হয়নি। গতকাল সোমবার কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এবিষয়ে বলেন, ৩১ জুলাই সংলাপ শুরু হয়ে অক্টেবরের মধ্যে সবার সঙ্গে সংলাপ শেষ করার চেষ্টা করবো। কমিশন বাকিদের সঙ্গে মত বিনিময়ের সময়সূচি অনুমোদন করলেই দ্রæত তাদের আমন্ত্রণ জানানো হবে।
ইসির চূড়ান্ত সংলাপসূচি
আগামী ২ অক্টোবর সকালে বাংলাদেশ মুসলিম লীগ ও বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ৪ অক্টোবর সকালে বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বিকালে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ৫ অক্টোবর সকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও বিকালে জাকের পার্টি, ৮ অক্টোবর সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, ৯ অক্টোবর সকালে জাতীয় পার্টি ও বিকালে বিকল্পধারা বাংলাদেশ, ১১ অক্টোবর সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বিকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ১২ অক্টোবর সকালে গণতন্ত্রী পার্টি ও বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ১৫ অক্টোবর সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বিকালে কৃষক শ্রমিক জনতা লীগ, ১৬ অক্টোবর সকালে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ও বিকালে আওয়ামী লীগ, ১৭ অক্টোবর সকালে জাতীয় পার্টি-জেপি, ও বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষ হওয়ার পর ২৩ অক্টোবর নির্বাচন পর্যবেক্ষকদের সাথে বসবে কমিশন। পরে ২৫ অক্টোবর নারী নেত্রী এবং সবশেষে ৩০ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপ হবে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপ শুরু করে ইসি। এরপর ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেছে ইসি। গত ২৪ আগস্ট থেকে দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু হয়েছে। এ পর্যন্ত ৭টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংলাপ

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ