Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে সাকিবগাঁথা

সামনে কেবল বোথাম

ইমরান মাহমুদ | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ, তামিম ইকবালের সঙ্গে নিজের ৫০তম টেস্ট- এসবকে ছাপিয়ে যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টটি একান্তই নিজের করে নিতে চলেছেন সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম দিন ব্যাট হাতে করেছিলেন ৮৪ রান। শেষ বিকেলে বল হাতে ঝুলিতে পুড়লেন এক উইকেট। গতকাল দ্বিতীয় দিনে এসেই সেটিকে নিয়ে গেলেন ম্যাজিক সংখ্যা ৫-এ! তবে এমন নৈপুণ্য তার জন্য নতুন নয়। এ নিয়ে করলেন ৮ বার! তবে একই টেস্টে অর্ধশতক রান ও ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব সাকিবের চেয়ে বেশি দেখাতে পেরেছেন কেবল একজনই- ইয়ান বোথাম। এমন কীর্তি সাবেক এই ইংলিশ অলরাউন্ডার করেছেন ১১ বার!
সাকিবের পরে আছেন বোথামের মতোই আশির দশকের আরেক গ্রেট; রিচার্ড হ্যাডলি করেছেন ৬ বার। ৫ বার এই কৃতিত্ব দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সঙ্গে এমন একজন, যার নামটি চমকে দিতে পারে অনেককেই। বোলার হিসেবে তিনি সর্বকালের সেরাদের একজন, তবে অলরাউন্ডার হিসেবে ছিল না পরিচিতি। ম্যালকম মার্শাল! টেস্টে ৩৭৬ উইকেট শিকারি মার্শাল অর্ধশতক করেছেন ১০টি। তার ৫টিতেই পাশাপাশি নিয়েছিলেন ৫ উইকেট। বাংলাদেশ থেকে এই কৃতিত্ব আছে আর কেবল দুজনের। একবার করে করেছেন মোহাম্মদ রফিক ও সোহাগ গাজী। এই টেস্টে ৫ উইকেট নিয়ে টেস্টে মোট ১৬ বার ইনিংসে ৫ উইকেট পেলেন সাকিব। বাঁহাতি স্পিনে তার চেয়ে বেশি বার নিয়েছেন কেবল ৩ জন। ৩১ বার নিয়েছেন রঙ্গনা হেরাথ, ২০ বার ড্যানিয়েল ভেটোরি। সাকিবের ঠিক ওপরে ডেরেক আন্ডারউড, ৫ উইকেট নিয়েছেন ১৭ বার।
এখানেই শেষ নয় সাকিবগাঁথা। এই কীর্তিও অপর প্রান্তে লেখা হলো আরেকটি মাইলফলক। ৮ দেশের বিপক্ষে হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল অস্ট্রেলিয়া। এই সিরিজের আগে তাদের বিপক্ষে ক্যারিয়ারে কখনোই টেস্ট খেলা হয়নি সাকিবের। সেই অপূর্ণতা ঘোচালেন প্রথম সুযোগেই। ৯টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ৫ উইকেটের কৃতিত্ব আছে আর কেবল মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথের। তবে একটা জায়গায় তিনিই সবার ওপরে। ৯ দেশের বিপক্ষে ৫ উইকেট নিতে বাকি তিন জনেরই লেগেছে সাকিবের চেয়ে বেশি টেস্ট। মুরালিধরনের লেগেছিল ৬৬ টেস্ট। স্টেইন ও হেরাথের ৭৫ টেস্ট। সব কটি দেশের বিপক্ষে ৫ উইকেটের রেকর্ড হিসেবে বলা যেত কিছুদিন আগেও। তবে গত জুনে টেস্ট মর্যাদা পেয়েছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
অস্ট্রেলিয়ার জন্য যেমন ছিল দীর্ঘ অপেক্ষা, গতকাল সাকিবের ৫ উইকেট পূর্ণ হলোও বেশ অপেক্ষার পর। তিনটি উইকেট অবশ্য বেশ আগেই হয়ে গিয়েছিল। কিন্তু শেষ দুটি উইকেটের জন্য লড়তে হলো অনেক। শেষ দুই জুটিতে বাংলাদেশকে দারুণ ভোগাল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত সেই সাকিবেই উদ্ধার। শেষ দুটি উইকেট নিয়ে স্পর্শ করলেন মাইলফলক। দলকে এনে দিলেন লিড। চা-বিরতির পরপরই প্যাট কামিন্সকে বোল্ড করে ভাঙলেন ৪৯ রানের নবম উইকেট জুটি। এরপর শেষ ব্যাটসম্যান জশ হেইজেলউডকে আউট করে পূর্ণ হলো ৫ উইকেট।
সাকিব প্রথমবার ৫ উইকেটের দেখা পেয়েছিলেন ক্যারিয়ারের সপ্তম টেস্টে। প্রথম ৬ টেস্টে ছিল মাত্র ৩ উইকেট। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ৭ উইকেট পেলেন ৩৬ রানে। সেই থেকে এবার নিয়ে ৫ উইকেট পেলেন ১৬ বার। সবচেয়ে বেশি তিনবার ৫ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। দুবার করে নিয়েছেন ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ১ বার করে। ১৬ বারের ১২ বার ৫ উইকেট নিয়েছেন দেশের মাটিতে। দুবার দক্ষিণ আফ্রিকায়; ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে একবার করে। ক্যারিয়ার শেষের আগে যদি আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পান, হয়তো বৃত্ত পূরণও করে ফেলবেন সাকিব।

স্কোর কার্ড
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
বাংলাদেশ ১ম ইনিংস : ২৬০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : আগের দিন ৩/১৮
রান বল ৪ ৬
ওয়ার্নার এলবিডবিøউ ব মিরাজ ৮ ১৫ ১ ০
রেনশ ক সৌম্য ব সাকিব ৪৫ ৯৪ ৫ ০
খাজা রান আউট (মুশফিক/সৌম্য) ১ ২ ০ ০
লায়ন এলবিডবিøউ ব সাকিব ০ ৫ ০ ০
স্মিথ ব মিরাজ ৮ ১৬ ১ ০
হ্যান্ডসকম্ব এলবিডবিøউ ব তাইজুল ৩৩ ৬৭ ৬ ০
ম্যাক্সওয়েল স্টা. মুশফিক ব সাকিব ২৩ ৩৯ ৩ ০
ওয়েড এলবিডবিøউ ব মিরাজ ৫ ৯ ১ ০
আগার অপরাজিত ৪১ ৯৭ ২ ১
কামিন্স ব সাকিব ২৫ ৯০ ১ ১
হ্যাজেলউড ক ইমরুল ব সাকিব ৫ ১৫ ০ ০
অতিরিক্ত (বা ১৫, লে বা ৩, ও ৫) ২৩
মোট (৭৪.৫ ওভারে অলআউট) ২১৭
বোলিং : শফিউল ৬-০-২১-০, মিরাজ ২৬-৬-৬২-৩, সাকিব ২৫.৫-৭-৬৮-৫, তাইজুল ৮-১-৩২-১, মুস্তাফিজ ৮-৩-১৩-০, নাসির ১-০-৩-০।
উইকেট পতন : ১-৯ (ওয়ার্নার), ২-১৪ (খাজা), ৩-১৪ (লায়ন), ৪-৩৩ (স্মিথ), ৫-১০২ (হ্যান্ডসকম্ব), ৬-১১৭ (রেনশ), ৭-১২৪ (ওয়েড), ৮-১৪৪ (ম্যাক্সওয়েল), ৯-১৯৩ (কামিন্স), ১০-২১৭ (হ্যাজেলউড)।
বাংলাদেশ ২য় ইনিংস রান বল ৪ ৬
তামিম অপরাজিত ৩০ ৭০ ২ ০
সৌম্য ক খাজা ব আগার ১৫ ৫৩ ৩ ০
তাইজুল অপরাজিত ০ ৯ ০ ০
অতিরিক্ত ০
মোট (২২ ওভার, ১ উইকেট) ৪৫
বোলিং : হ্যাজেলউড ৩-১-৩-০, কামিন্স ২-০-৫-০, লায়ন ৯-৩-১১-০, ম্যাক্সওয়েল ৩-০-১৭-০, আগার ৫-০-৯-১।
উইকেট পতন : ১-৪৩ (সৌম্য)।
*দ্বিতীয় দিন শেষে



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ