মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চিলির উত্তরাঞ্চলে অবস্থিত আটাকামা মরুভূমিকে বিশ্বের সবচেয়ে শুষ্ক স্থান হিসেবে মনে করা হয়। অথচ সেই শুষ্ক মরুভূমিতে আকস্মিক ও অবাক করা বৃষ্টির পর ফুল ফুটতে শুরু করেছে। গোটা মরুভূমি যেন পরিণত হয়েছে বাহারি রঙের ফুলের গালিচায়। চিলিতে এই ফুলের মরুভূমি সাধারণত পাঁচ থেকে সাত বছরে একবার হয়ে থাকে। বৃষ্টির কারণে সুপ্ত বীজ ও ফুল ফুটে ওই সময়। কিন্তু এবার মাত্র দুই বছরের মাথায় ফুল ফুটেছে। সর্বশেষ ২০১৫ সালে ফুলের মরুভূমির দেখা পেয়েছিল চিলি। খবরে বলা হয়েছে, ওই মরু এলাকায় দুই শতাধিক প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে। এই আকস্মিক ঘটনায় চিলিতে অনেক পর্যটক আকৃষ্ট হয়েছেন। পর্যটন কর্মকর্তাদের আশা, আগামী সপ্তাহগুলোতে আরও বেশ কয়েকটি প্রজাতির ফুল ফুটবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।