মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী মাসে অনুষ্ঠেয় জার্মানির নির্বাচনে সেখানে বসবাসরত তুর্কি নাগরিকদের ভোটে অংশ না নেয়ার অনুরোধ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের জোটের দুই শরিক ও বিরোধী পক্ষ গ্রিন পার্টিকে তুরস্কের শত্রæ বলে অভিহিত করেছেন তিনি। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান বলেন, জার্মানিতে তুরস্কের যেসব নাগরিক বাস করছেন, তাদের কোনোভাবেই মারকেলের জোটের দুই শরিক ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ), সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) অথবা গ্রিন পার্টিকে ভোট দেয়া যাবে না। এরা সবাই আমাদের শত্রæ। এরদোগান এই দলগুলোর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বলেন, নির্বাচনী প্রচারণার নামে তারা খেলছে। সেখানকার এমন রাজনৈতিক দলকে তুর্কিদের সমর্থন দিতে হবে, যারা তুরস্কের প্রতি শত্রæভাবাপন্ন নয়। তবে তুরস্ক নাগরিকদের কোন রাজনৈতিক দলকে সমর্থন দেয়া উচিত, সে বিষয় স্পষ্ট করেননি তিনি। কয়েক মাস ধরেই জার্মানি-তুরস্কের সম্পর্কে টানাপড়েন চলছে। বলা হচ্ছে, ন্যাটোভুক্ত দেশ দুটির সম্পর্কে এখন ভয়াবহ অবনতি দেখা যাচ্ছে। গত বছর তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জেরে দেশটির কর্তৃপক্ষ ঢালাওভাবে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে; যার মধ্যে বেশ কয়েকজন জার্মানির নাগরিকও রয়েছেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।