প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: চলচ্চিত্রের ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সাথে দ্ব›দ্ব মিটে গেছে চলচ্চিত্র প্রদর্শক সমিতির। কিন্তু চলচ্চিত্র পরিবার এখনো শাকিবের ওপর থেকে বয়কটের সিদ্ধান্ত উঠিয়ে নেয়নি। কেন নেয়া হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ স¤পাদক জায়েদ খান বলেন, শাকিব ভাই আমাদের সিনিয়র শিল্পী। আর ফারুক ভাই তারও সিনিয়র। শাকিব ভাই ফারুক ভাইয়ের কাছে ক্ষমা চাইলেই তো বিষয়টি সমাধান হয়ে যায়। চলচ্চিত্র পরিবারের আহŸায়ক ফারুক বলেন, শাকিব আমাদেরই সন্তান। আমরা সবাইকে নিয়ে এগোতে চাই। ও কেন দূরে থাকবে। আমার সামনে এসে ও ভুলটা স্বীকার করলে ওকে ক্ষমা না করে পারব? এ ব্যাপারে শাকিব জানিয়েছেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি ফারুক ভাইকে উদ্দেশ্য করে এমন কোনো কথা বলিনি। তাহলে ক্ষমা চাওয়ার কী আছে! তারপরও চলচ্চিত্রে আমার যারা মুরুব্বী আছেন, তারা যেভাবে বিষয়টি সমাধান করতে চান, সেভাবেই হতে পারে। উল্লেখ্য, যৌথ প্রযোজনার বিতর্ক ধরে ১৮ জুন হল মালিক সমিতির সংবাদ সম্মেলনে ফারুককে ইঙ্গিত করে স্টুপিড বলার অভিযোগে শাকিবকে অবাঞ্চিত ঘোষণা করে চলচ্চিত্র পরিবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।