Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব খান অনেক গ্যাঁড়াকলে আছে-মালেক আফসারী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চিত্রপরিচালক মালেক আফসারী তার ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রের সমসাময়িক নানা বিষয় নিয়ে মন্তব্য করে ভিডিও আপলোড করেন। এসব বিষয় নিয়ে তিনি বিভিন্ন সময়ে সমালোচনার মুখোমুখিও হয়েছেন। স¤প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়ে দেশে ফেরা চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে একটি মন্তব্যমূলক ভিডিও আপলোড করেছেন। সেখানে তিনি বলেন, এ রকম একটা গ্রিন কার্ডের স্বপ্ন দেখে মফস্বলের একটা যুবক। শাকিব খান কেন দেখবেন? শাকিব খান কি বোঝেন না? নিশ্চয় বোঝেন। আসলে ঢাকার পরিবেশ তার জন্য ভালো ছিল না। তার অনেক আপনজন পর হয়ে গেছে। তিনি বলেন, এটা হয়েছে ২০১৯ সালে পাসওয়ার্ড সিনেমা মুক্তির পর। তার আগ পর্যন্ত ভালো ছিল। পাসওয়ার্ড মুক্তি পেলো। পাসওয়ার্ড টু আর হলো না। মহামারি আসলো, সব কাজ বন্ধ। মহামারি শেষে শাকিব খান একটা অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকা গেলেন। গ্রিন কার্ড নিয়ে ৯ মাস পর দেশে ফিরলেন। দেশে ফিরে সাংবাদিকদের বললেন, আমেরিকা আর বাংলাদেশের দিন-রাতের হিসাবে তারতম্য আছে। দুই-তিন দিন ঘুমাবো। এরপর নতুন খবর দেবো। সেই নতুন খবর আর এলো না। ১০ দিনের মধ্যে নতুন ঘোষণা দেবেন বলেছিলেন। মাস পার হয়ে যাচ্ছে প্রায়। সে ঘোষণা কই? আমরা আর কিছু দেখলাম না। দেখলাম, তিনি তথ্য মন্ত্রণালয়ে গেছেন। তার প্রযোজনায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘মায়া’র কাজে। আফসারী বলেন, শাকিব খান কোনো দুশ্চিন্তায় পড়েছেন। তিনি বলেন, স¤প্রতি একটি সিনেমার মহরতে প্রযোজক মো. ইকবাল শাকিবকে ইঙ্গিত করে বলেছিলেন, যে গল্পই বোঝে না, সে কিসের সুপার স্টার? আমি শাকিব খানের জায়গায় থাকলে দেশে ফিরে ইকবালকে ফোন দিতাম। বলতাম, ভাইজান বাসায় আসেন। সামনাসামনি বসে কথা বলি। শাকিব খানের উদ্দেশে তিনি বলেন, ইকবাল আপনার সবচেয়ে কাছের মানুষ। সে পর হয়ে গেলো কেন? প্রযোজক খোরশেদ আলম খসরু পর হয়েছে কিনা, আমি জানি না। এই মানুষদের পর হতে দেবেন কেন? তারা আপনার কাছে সিনেমা চায়। আপনে বোঝেন না কেন? আফসারী শাকিবকে সিনেমায় ফেরার অনুরোধ জানিয়ে বলেন, আমি আপনাকে কী বোঝাব! আপনি সবই বোঝেন। বহুত সমঝদার লোক। সব সমস্যা কাটিয়ে ওঠেন। কী সমস্যা আপনার? পাঁচটা সিনেমা আপনার সঙ্গে করেছি। আমি জানি, আপনি সাংঘাতিক ভদ্র মানুষ। আপনি শান্তিপ্রিয় মানুষ। প্রেসার মাথায় নিতে চান না। কিন্তু বিভিন্ন রকম প্রেসার আপনার মাথায়। এজন্য নতুন সিনেমার ঘোষণা দিতে পারছেন না। মায়া সিনেমার ঘোষণা দিয়ে দেন। আফসারী বলেন, সবাই দোয়া করবেন। শাকিব খান অনেক গ্যাঁড়াকলে আছে। সবাই গ্যাঁড়াকলে ফেলার চেষ্টা করছে। ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে। আমি এগুলো খুলে বলতে পারবো না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিব খান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ