Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিবকে বিয়ে করে ভুল করেছি -অপু বিশ্বাস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

আগামী ১৬ সেপ্টেম্বর চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘আজকের শর্টকাট’ সিনেমাটি কলকাতায় মুক্তি পাবে। সিনেমাটির প্রচারণার কাজে এখন কলকাতায় আছেন তিনি। কলকাতার বিভিন্ন পত্র-পত্রিকায় সাক্ষাৎকারও দিচ্ছেন। সেখানের একটি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপুকে প্রতিবেদক প্রশ্ন করেন, জীবনে কোন ঘটনাটি না ঘটলে খুশি হতেন? এর জবাবে অপু জবাব দেন, শাকিব খানের সঙ্গে বিয়ে। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তাহলে ভালো হতো। ভুল করেছি। বিয়ে, বাচ্চা, সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। জীবনের কোন ঘটনায় খুশি হয়েছেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, মা হওয়াটা। ভুল করে হলেও মা হয়েছি। তবে অপু বিশ্বাসের সেই সাক্ষাৎকারের অংশবিশেষ দেশের কিছু গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি কষ্ট পেয়েছেন। এ ব্যাপারে সেখান থেকে একটি ভিডিওবার্তায় অপু বলেন, আমার ভীষণ কষ্ট লাগছে। আপনারা সবাই আমার কাছের মানুষ। আমার চেয়ে বেশি ভালোবাসবেন আমার সন্তানকে। সেখানে পেসিফিক আমার কথাটা না বুঝে, ইমোশন না বুঝে এভাবে না লিখলেও হতো। আমি মনে করি, আমার ক্যারিয়ারের পেছনে আপনাদেরও (গণমাধ্যম) অনেক সাপোর্ট আছে। আপনাদের কারণেই আমার সন্তান আজ সবার কাছে এতো প্রিয়, এতো ভালোবাসার। আসলে আমি হয়তো বুঝাতে পারিনি। হতে পারে, আমার বলাটা আপনাদের কাছে অন্যভাবে গিয়েছে বলেই আপনারা লিখেছেন। অনুরোধ করবো, যারা লিখেছেন, অবশ্যই সংশোধন করে নিবেন। অপু বলেন, আমার সন্তানের ঊর্ধ্বে কিছুই নয়। আমার পৃথিবী, আমার জীবন, সবকিছু মিলে আমার ছেলে আব্রাম খান জয়। তার জন্য আমার যত সেক্রিফাইস করতে হবে, শতভাগ করবো। সে আমার সবকিছু। তার জন্য আমি যুদ্ধ করে এসেছি, করছি, প্রয়োজনে ভবিষ্যতেও করবো। সবাই আমার এবং সন্তানের জন্য দোয়া, আশীর্বাদ রাখবেন।



 

Show all comments
  • Apxn Sirajul Islam ২৮ আগস্ট, ২০২২, ৭:৫৮ এএম says : 0
    উপভোগ শেষ হলে এমনি বার্তা সবাই দেয়!
    Total Reply(0) Reply
  • Mushfiq Sa'ad ২৮ আগস্ট, ২০২২, ৭:৫৮ এএম says : 0
    It would have been wise decision to marry me
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিবকে বিয়ে করে ভুল করেছি -অপু বিশ্বাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ