বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ গতকাল এক বিবৃতিতে দৈনিক প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোতে গরুর গোস্ত খাওয়া নিয়ে মুসলিম উম্মাহকে কটাক্ষ করায় তীব্্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, যেখানে আল্লাহ পবিত্র কুরআনে গরু যবাই সম্পর্কে নির্দেশ দিয়েছেন এবং গরুর গোস্ত খাওয়া হালাল করেছেন সেখানে কিশোর আলো ম্যাগাজিন গরুর গোস্ত খাওয়া সম্পর্কে ব্যঙ্গাত্বক কুরুচিপূর্ণ কার্টুনের মাধ্যমে মূলত আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করেছে। তাছাড়া গরুকে সেরা প্রাণী (নাউযুবিল্লাহ) বলে সৃষ্টির সেরা মানব জাতিকে অপমান করেছে। এ ধৃষ্টতা কোনো ঈমানদার মুসলমান এমনকি কোন মানুষ সহ্য করতে পারেনা। কারন মানুষ আল্লাহ তা‘আলার সেরা সৃষ্টি হওয়ায় ফেরাশতারা আদম আ.কে সাজদা করেছিল। মাওলানা শাহ আতাউল্লাহ আরো বলেন, ইসলাম অবমাননার ব্যাপারে সুনির্দিষ্ট আইন না থাকায় দেশে ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের উৎপাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইসলাম বিরোধী অপশক্তি প্রতিনিয়ত আল্লাহ-রাসুল, কুরআন-হাদিস, পবিত্র কাবা শরীফ, ইসলাম ও মুসলমানদের বিভিন্ন নিদর্শন নিয়ে ঔদ্ধত্যের মাধ্রমে ধৃষ্টতার স্পর্ধা দেখিয়ে যাচ্ছে।
বিবৃতিতে তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে কিশোর আলো বন্ধ ও উক্ত কুলাঙ্গার কার্টুনিস্ট ও প্রকাশককে গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে। অন্যথায় ধর্মপ্রান মুসলমান আন্দোলনে নামতে বাধ্য হবে। সরকারকে স্মরণ রাখতে হবে অতীতেও এ নাস্তিক্যবাদী অপশক্তি প্রথম আলো দেশের সংকটাপন্ন মুহুর্তে সরকারকে বেকায়দায় ফেলতে মুহাম্মাদ সা. কে নিয়ে ব্যঙ্গাত্বক কার্টুনের এঁকে ছিল। তাওহিদী জনতার আন্দোলনে প্রথম আলোর সম্পাদক ওলামায়ে কেরামের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। এবারের কার্টুনও সেই ধারাবাহিকতারই অংশ। বার বার প্রথম আলোর ঔদ্ধত্যতা ছাড় দেয়া যায় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।