Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টির পর শফিউল ঝড়

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রুমু, চট্টগ্রাম ব্যুরো : আগের রাত থেকেই চট্টগ্রামে ছিল বৃষ্টি। সকালে একটু ছুট দিলেও বেরা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বৃষ্টির তোড়ও। আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। তবে শঙ্কা উড়িয়ে সকাল ১১টায় আবার ঝলমলে রোদ। যেখানে ম্যাচ শুরু হবার কথা সকাল সাড়ে ৯টায়, ক্রিকেটাররা মাঠে নামতে পারলেন বেলা সাড়ে ১২টায়। ৯০ ওভার থেকে কমিয়ে ম্যাচ করা হয় ৭৫ ওভারে। ম্যাচ গড়ানোর সাথে সাথে যেন বাড়তে থাকে রোদের উত্তাপ। বল হাতে তার চাইতে বেশি উত্তাপ ছড়ালেন শফিউল ইসলাম।
সবশেষ টেস্ট খেলেছিলেন এই মাঠেই। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে। পরের টেস্টেই স্কোয়াডের বাইরে। বলা হয়েছিল বিশ্রাম, আসলে কারণ ছিল ফিটনেস ও বোলিং নিয়ে বিরক্তি। সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই এবার অন্য চেহারায় শফিউল। প্রস্তুতি ম্যাচে আগুনে বোলিংয়ে জানিয়ে রাখলেন টেস্ট দলে ফেরার দাবি। গতি, আগ্রাসন, সুইং আর বাউন্স মিলিয়ে শফিউল নিয়েছেন ৫ উইকেট। তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ৯ উইকেটে ১৪০ রানে ইনিংস ঘোষণা করেছে মুশফিকের দল। দিনশেষে ১ উইকেট হারিয়ে তামিমের দলের রান ৪৯।
ম্যাচের উইকেট অবশ্য জন্ম দিলো প্রশ্নের। ইংল্যান্ড সিরিজের মত অস্ট্রেলিয়া সিরিজেও মন্থর ও টার্নিং উইকেট হবে বলেই অনুমান। অধিনায়ক মুশফিকুর রহিমেরও রায় তেমন উইকেটের পক্ষে। কিন্তু অনুশীলন ম্যাচের উইকেট সবুজাভ, রেখে দেওয়া হয়েছে বেশ খানিকটা ঘাস। হয়ত অস্ট্রেলিয়ান পেসারদের সামলানোর প্রস্তুতির কথা ভেবেই। উইকেট দেখেই টস জিতে ফিল্ডিং নিলেন তামিম।
টিম অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালো হচ্ছে বলে দাবি করেছিলেন বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম। সেইসঙ্গে তিন দিনের প্র্যাকটিস মাচে অংশ নেয়া দু’দলের সকল খেলোয়াড়কে ম্যাচটি গুরুত্বের সঙ্গে নিতে বলেছিলেন। কিন্তু গতকাল শুরু হওয়া এই প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ দলপতির কথার সঙ্গে কোনো কিছুরই মিল পাওয়া যায়নি। নিজেদের প্রস্তুতি ভালো হওয়ার কথা বলা হলেও প্র্যাকটিস ম্যাচে সেই চিরচেনা ব্যাটিং বিপর্যয়ই দেখা গেল। টিম অস্ট্রেলিয়ার মতো পেশাদার ও শীর্ষস্থানীয় দলের বিপক্ষে এমন ব্যাটিং নিয়ে ভালো ফল আশা করা কঠিন। দু’দফা ব্যাটিং বিপর্যয়ের কারণে মুসফিকের নেতৃত্বাধীন লাল দল ৪৮ ওভারেই মাত্র ১৪০ রানে গুটিয়ে গেছে। আশা জাগানিয়া ব্যাটিং করেও ৩০ রানেই ফিরে এসেছেন লাল দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে ব্যর্থতার কাতারে ছিলেন ওপেনার সৌম্য সরকার, ইমরুল কায়েস ও মাহমুল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যানরা। সবুজ দলের ওপেনার লিটন দাসও ছিলেন ব্যর্থতার মিছিলে। তবে বল হাতে পাঁচ উইকেট নিয়ে চমক দেখাতে সক্ষম হয়েছেন পেসার শফিউল। ব্যাট হাতে ফিফটি করে লাল দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
টসে হেরে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে মুসফিকুর রহিমের নেতৃত্বাধীন লাল দল। পেসার শফিউলের বোলিং তোপে দলীয় মাত্র ৮ রানেই লাল দলের তিন উইকেট হাওয়া। ওপেরার সৌম্য সরকার (১) ও ইমরুল কায়েস (৫) এবং মাহমুদুল্লাহ রিয়াদ (০) আউট হয়ে দ্রæত ফিরে গেলে বিপদে পড়ে যায় লাল দল। শুরুর এই ধাক্কা সামাল দেন অধিনায়ক মুসফিক ও নাজমুল হোসেন শান্ত। এ দু’জন ৭০ রানের জুটি গড়ে দলকে লজ্জাজনক অবস্থা থেকে বাঁচান। মুসফিক ৩০ রান করে অফ স্পিনার সঞ্জিতকে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরলেও ফিফটি পূর্ণ করেই ফেরেন শান্ত। ১২২ মিনিট ক্রিজে কাটিয়ে ৮৩ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ফিফটি পূর্ণ করেন তিনি। দলীয় ৯৮ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে শান্ত আউট হয়ে ফিরলেও তার এই ফিফটির সুবাদেই দল শত রান পার করতে সক্ষম হয়। তবে তামিমের নেতৃত্বাধীন সবুজ দলের পেসার শফিউলের অগ্নিঝরা বোলিংয়ে মাত্র ১৪০ রানেই গুটিয়ে যান মুশফিক বাহিনী। শুরুর মতো শেষের দিকেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল দল। দলীয় রান ১২৬ থেকে ১৪০ রানে পৌঁছতেই শেষ চার উইকেট হারায় তারা। আল আমিন ব্যাট হাতে মাঠে না নামায় ১৪০ রানেই শেষ হয় লাল দলের প্রথম ইনিংস। বল হাতে সফল পেসার শফিউল একাই নেন পাঁচ উইকেট। তার বোলিং ফিগার ৭.১-৩-১৭-৫। এছাড়াও তাসকিন, মোস্তাফিজুর রহমান, সঞ্জিত সাহা এবং সানজামুল একটি করে উইকেট লাভ করেন।
এরপর ব্যাট হাতে নামে তামিমের সবুজ দল। তারাও শুরুতেই এক উইকেট হারালেও তামিম ও মমিনুলের চওড়া ব্যাট দলকে বিপর্যয়ে পড়তে দেয়নি। আলো স্বল্পতার কারণে এই ইনিংসে ১৭ ওভারের বেশি খেলা মাঠে গড়ায়নি। দিন শেষে সবুজ দলের অধিনায়ক তামিম ইকবাল ২৩ রানে এবং মমিনুল ১৯ রানে অপরাজিত ছিলেন। আজ বৃহস্পতিবার অপরাজিত এই দুই ব্যাটসম্যান পুনরায় ব্যাট হাতে মাঠে নামবেন। ওপেনার লিটন দাসের উইকেটটি লাভ করেন পেসার রুবেল হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি

৫ অক্টোবর, ২০২২
১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ