Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে বৃষ্টিপাত ৪৩ শতাংশ বেড়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ৬:৫০ পিএম

চলতি ইরানি ক্যালেন্ডার মাসের প্রথমার্ধে (২২ ডিসেম্বর ২০২২ থেকে যা শুরু হয়েছে) ইরানে বৃষ্টিপাত বেড়েছে ৪৩ দশমিক ৮ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এই বৃষ্টিপাত বেড়েছে।

তবে, বৃষ্টিপাতের পরিমাণ এখনও প্রতিকূল এবং দীর্ঘমেয়াদী সময়ের জন্য ঘাটতি পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।

প্রতিবেদন মতে, ১৫ দিনের সময়কালে ১৭ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চলতি পানি বছরের শুরু থেকে (২৩ সেপ্টেম্বর ২০২২) এই বৃষ্টিপাত ৫২ দশমিক ৬ মিলিমিটারে পৌঁছেছে। তবে এটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য ৭১ দশমিক ৩ মিলিমিটারের তুলনায় ২৬ দশমিক ২ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, গত ৫০ বছরে দেশে গড় বৃষ্টিপাত হয়েছে ২৭০ মিলিমিটার, যা কমেছে ২৩০ মিলিমিটার। অর্থাৎ গত ৫ দশকে গড় বৃষ্টিপাত ৪০ মিলিমিটার কমেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার বহুবার্ষিক পূর্বাভাস মতে, আগামী পাঁচ বছরে ইরানের গড় বৃষ্টিপাত ৭৫ শতাংশ হ্রাস পাবে এবং দীর্ঘমেয়াদী গড় তুলনায় তাপমাত্রা ৫০-৭৫ শতাংশ বাড়বে।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টিপাত

৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ