Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিডিএ চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রমিক লীগ নেতাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সিডিএ কর্মচারী ইউনিয়নের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট বিরোধে এক শ্রমিক নেতাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, আবদুচ ছালাম সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আমার স্বামীকে হত্যার পাঁয়তারা করছেন। গতকাল (বুধবার) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সিডিএ কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের স্ত্রী সুলতানা রাজিয়া। হাবিবুর রহমান হাবিব চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
সুলতানা রাজিয়া বলেন, শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের পক্ষে অবস্থান নেওয়ায় আমার স্বামীকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করেন আবদুচ ছালাম। আদালত সেটা স্থগিত করলে আমার স্বামীকে চাকরিচ্যুত করেন সিডিএ চেয়ারম্যান। চাকরিচ্যুতির পর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোও করেন সুলতানা রাজিয়া। এ বছরের এপ্রিলের শুরুতে সিডিএর চেয়ারম্যান হিসেবে আবদুচ ছালাম পুনঃনিয়োগ প্রাপ্ত হলে সেটার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন চট্টগ্রামের আবু সাঈদ চৌধুরী নামের এক ব্যক্তি।
রাজিয়ার অভিযোগ, ওই রিটের পেছনে স্বামী হাবিবের ভূমিকা আছে সন্দেহ করে আবদুচ ছালাম সন্ত্রাসী দিয়ে তার স্বামীকে হত্যার পাঁয়তারা করছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমার স্বামীর ক্ষতি করতে ব্যর্থ হয়ে এখন সন্ত্রাসী দিয়ে নানাভাবে তার জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। উদাহরণ দিয়ে রাজিয়া বলেন, চলতি মাসের ৩ আগস্ট আমাদের বাসা বায়েজিদ বোস্তামী এলাকার রৌফাবাদ আরবান হাউজিং সোসাইটির শাহ আলমের বিল্ডিংয়ে র‌্যাবের পোশাক ও সাদা পোশাক পরা কিছু লোক সশস্ত্র অবস্থায় রাত ২টার দিকে আমার স্বামীকে খুঁজতে থাকে।
ওই দিন রাতে আমার স্বামী ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছিলেন। সেটা নিশ্চিত হয়ে আমার স্বামীকে তুলে নিতে বাড়ির চারপাশে ওই সশস্ত্র ব্যক্তিরা অবস্থান নিয়ে ছিলেন সারা রাত। ওই ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে সশস্ত্র ব্যক্তিদের আসল পরিচয় মিলবে বলে সংবাদ সম্মেলনে জানান রাজিয়া। এ ঘটনার পরপর আমরা বায়েজিদ থানায় গেলে তারা কোনো সাধারণ ডায়েরি নেয়নি। পরে র‌্যাব-৭, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। নিজেদের জানমালের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এই শ্রমিক নেতার স্ত্রী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি ফেরদৌস হাসান মুকুল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ