মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীতে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৩১০ জওয়ান আত্মাহুতি দিয়েছেন। আর ভ্রাতৃঘাতী ঘটনা ঘটেছে ১১টি। গত মঙ্গলবার রাজ্যসভায় এক প্রশ্নে জবাবে সরকার এ তথ্য প্রকাশ করে। ভারতীয় সেনাবাহিনীতে আত্মহত্যার প্রবণতা ও ভ্রাতৃঘাতী ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে জানান, ২০১৪ সাল থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ৯ কর্মকর্তা ও ১৯ জুনিয়র কমিশন্ড কর্মকর্তা আত্মহত্যা করে। সেনা সদস্যদের মানসিক পীড়ন সমস্যা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ ছাড়াও সহায়ক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জুনিয়র মন্ত্রী জানান। তবে জওয়ানদের মধ্যে ঊপনিবেশ আমলের সহায়ক ব্যবস্থা’র বিরুদ্ধে প্রকাশ্য বিরোধিতা বাড়তে থাকায় এতে সংস্কার আনা হবে বলে গত জুনে সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান। এই ব্যবস্থার আওতায় একজন সেনাকে কোন কর্মকর্তার সঙ্গে যুক্ত থাকতে হয়। সে ওই কর্মকর্তাকে সুরক্ষা প্রদানের পাশাপাশি তার বিভিন্ন কাজ করে দেয়, তার অস্ত্রশস্ত্র রক্ষণাবেক্ষণ এবং তার দায়িত্ব পালনে সাহায্য করে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সেনাদের মানসিক পীড়ন লাঘবের জন্য নেয়া বিভিন্ন ব্যবস্থার মধ্যে উন্নতমানের পোশাক, খাবার, যাতায়াত সুবিধা, বিনোদন ও ক্ষোভ নিরসন ব্যবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, ২০১৪ সালে সেনাবাহিনীর ৮৪ জওয়ান আত্মহত্যা করে। ২০১৫ ও ২০১৬ সালে এই সংখ্যা ছিলো যথাক্রমে ৭৮ ও ১০৪। চলতি বছর ৩১ জুলাই পর্যন্ত সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা ঘটে ৪৪টি। এছাড়া ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১১টি ভ্রাতৃঘাতী ঘটনা ঘটেছে। তিনি জানান, আত্মহত্যা ও ভ্রাতৃঘাতী ঘটনাগুলো নিয়ে গবেষণার পর ডিফেন্স ইন্সটিটিউট অব সাইকোলজিক্যাল রিসার্চ সমস্যাগুলো নিরসনে বেশ কিছু সুপারিশ তুলে ধরে। এর আলোকে সকল বড় স্টেশনে স্ট্রেস ম্যানেজমেন্ট সেশন’র আয়োজন করা হচ্ছে। এনডিটিভি, পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।