Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পত্রিকাটি সিন্ডিকেট ভাঙতে পেরেছে নতুন মাত্রা

প ত্র প ত্রি কা

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সম্পাদক আল মুজাহিদী

বর্তমানে সাহিত্যাঙ্গনে ভালোমানের কিছু সাহিত্য পত্রিকা রয়েছে। এসব পত্রপত্রিকায় যারা লেখেন লেখক হিসেবে সর্বমহলে এরা গ্রাহ্য নয়। কেনা জানে আমাদের সাহিত্য এখন সিন্ডিকেট নির্ভর। শুধু তাই, সিন্ডিকেটের মধ্যেও সিন্ডিকেট! এই জটিল-কুটিল কুয়াশাক্রান্ত সময়ে ‘নতুন মাত্রা’ যা আসার প্রতীক। লেখা নির্বাচনে পত্রিকাটি সিন্ডিকেট কিছুটা হলেও ভাঙতে চেষ্টা করেছে। নূরুল করিম নাসিমের ‘গল্পকার সৈয়দ হক ও অন্যান্য প্রসঙ্গ’ ইমরান কবিরের ‘আয়নায় আত্মহত্যা অথবা শহীদ কাদবীর কবিতা কাবেদুল ইসলামের ‘পদ্মা নদীর মাঝি একটি অসংস্কৃত জীবনের সংবেদ’ ‘শামীম হামিদের’ কাঁদো নদী কাঁদো বাকাল নদীর কান্না’ সালাউদ্দীন আইয়ুবের ‘উত্তর আধুনিকতার উত্তর কাল- এসব লেখা পাঠকদের চিন্তার রাজ্যে ঢেলে দেবে বলা যায়। এ সংখ্যায় নদী কেন্দ্রিক বিষয় ছাড়াও উপন্যাস, গল্প, কবিতা দ্যূতি ছড়িয়েছে। ভেতর-বাহির ৪ কালার। দামী কাগজ। মূল্য ৪০ টাকা। লাইব্রেরীতে রাখার মতো।
প্রকাশকাল : ২০১৩, কার্য্যালয় : বাড়ি ৪৫, রোড ৩, সেক্টর ১০, উত্তরা, ঢাকা।
ষ শিমুল শওকত



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন