Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে ভারতীয় বাহিনীর নৃশংসতা বাড়ছে

উদ্বেগ প্রকাশ করেছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর উপত্যকায় সহিংসতার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জাকারিয়া উল্লেখ করেছেন, কাশ্মীরে ভারতীয় বাহিনী কর্তৃক নৃশংসতার ঘটনা ব্যাপকভাবে বাড়ছে। তিনি আরো বলেন, ১৮ হাজারেরও বেশি কাশ্মীরি এখন নিখোঁজ রয়েছেন এবং ভারতীয় সেনারা উপত্যকায় মানুষকে দমিয়ে রাখার অস্ত্র হিসেবে ধর্ষণকে ব্যবহার করছে। তিনি উল্লেখ করেন, ভারত হুরিয়ত নেতাদের পরিবারকে ভয়ের মধ্যে রাখার চেষ্টা করছে। এছাড়াও পুরো ভারতেই মুসলমান খ্রিস্টান ও দলিতদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। ক্রমাগত ভারতীয় আগ্রাসনের দিকে নজর দেয়ার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহŸান জানিয়েছেন জাকারিয়া। তিনি বলেন, পেলেট বন্দুকের মাধ্যমে আহত কাশ্মীরিদের চিকিৎসার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান কিন্তু ভারত তা অস্বীকার করেছে, তবে এই প্রস্তাব এখনো চাইলে গ্রহণ করতে পারে ভারত। সপ্তাহের প্রধান ঘটনাগুলোর সংক্ষিপ্তবৃত্তি উল্লেখ করে মুখপাত্র বলেন, মাল্লীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মাল্লীপে সফর করেছেন। জালালাবাদে পাকিস্তানের কনস্যুলেট জেনারেলের দুই কূটনীতিক কর্মকর্তাদের নিরাপদ উদ্ধারের জন্য আফগানিস্তানের প্রতি পাকিস্তানের গভীর কৃতজ্ঞতার কথা বলেন জাকারিয়া। তিনি বলেন, পাকিস্তান দোষারোপের খেলায় বিশ্বাস করে না এবং একে অপরের দিকে অভিযোগ ছোঁড়ার মত কাজ শুধু এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার ক্ষতিসাধনই করতে পারে। জিও নিউজ।



 

Show all comments
  • তামান্না ২৯ জুলাই, ২০১৭, ১১:৩৮ এএম says : 1
    কাশ্মীরকে নিজেদের স্বায়ত্বশাসন দেয়া হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ