শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
রফিক মুহাম্মদ
একটি ছেলে এলেবেলে
সময় কাটায় হেসে খেলে
শান্ত সুবোধ চুপটি থাকে
ইলিক ঝিলিক চোখের বাঁকে
স্বপ্ন করে খেলা
স্বপ্ন নিয়ে সেই ছেলেটির
কাটে সারা বেলা।
সেই ছেলেটির হাতে যেন জাদু
তার ছোঁয়াতে মুচকি হাসে মিসির আলী দাদু
স্বপ্নগুলো ফেরি করে হিমু-বাকের ভাই
রেবা-তিতলি সবাই সবার হৃদয়ে পায় ঠাঁই।
সেই ছেলেটি জোছনা রাতে একলা বসে বনে
চাঁদের সাথে কত কথা বলে আপন মনে
পদ্মপুকুর পাড়ে বসে শ্রাবণ মেঘের দিন
সেই ছেলেটি গদ্য লেখে বাজায় কথার বীণ।
বীণের সুরে ছোট বড় পাগল পুরুষ নারী
ছেলেটির নাম হুমায়ূন তার নেত্রকোণা বাড়ি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।