Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীসঙ্গ পেতে বাছুরকেই বিয়ে করলেন বৃদ্ধা

| প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্বামীর হারানো ভালবাসা ফিরে পেতে শেষ পর্যন্ত ৫ মাসের বাছুরকেই বিয়ে করলেন ৭১ বছরের বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে কম্বোডিয়ায়। গ্রহের দোষ কাটাতে কখনও গাছ আবার কখনও শিবলিঙ্গের সঙ্গে বিয়ে করার নজির আমরা দেখি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে, কিন্তু বাছুরের সঙ্গে মানুষের বিয়ের এমন উদাহরণ সামনে আসেনি। তবে কোনও মাঙ্গলিক দোষ কাটাতে নয় মৃত স্বামীকে ফিরে পেতেই বৌদ্ধ ধর্মের সমস্ত রীতিনীতি মেনে বাছুরকে বিয়ে করেছেন বৃদ্ধা কিম হ্যাং।
কম্বোডিয়ার ক্রাতি অঞ্চলের বাসিন্দা কিম হ্যাংয়ের স্বামী স¤প্রতি গত হয়েছেন। বৃদ্ধার দাবি, এই বাছুর রূপে তাঁর স্বামী পুনর্জন্ম নিয়ে আবার ফিরে এসেছেন। তাঁর স্বামীর বেশ কিছু স্বভাব এই বাছুরের মধ্যেও রয়েছে।
একইসঙ্গে কিম জানিয়েছেন, এই বাছুরটিও তাঁর স্বামীর মত রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত তাঁর সঙ্গে একই বালিশে একই বিছানায় শুয়ে থাকে। পিছনে চলতে থাকে টিভি। টিভির আওয়াজ না আসলে নাকি বাছুরটির ঘুম আসে না, ঠিক যেমন কিম হ্যাংয়ের স্বামী টোল খুট-র হত। সকাল হতেই বাছুরটি বাইরে চলে যায় কিন্তু অন্যান্য বাছুরের মতো মায়ের দুধ বা কচি ঘাস খায় না। কিম হ্যায়ের হাত থেকে বিস্কুট খেয়েই বাছুরটি প্রাতঃরাশ সারে। এসব কিছু দেখে কিম হ্যাংয়ের মতো তাঁর পরিবার এবং স্থানীয় মানুষরাও বিশ্বাস করতে শুরু করেছেন বাছুরটির মাধ্যমে টোল খুট আবার তাঁর স্ত্রীয়ের কাছে ফিরে এসেছে। তাই নতুন করে স্বামীকে কাছে পেতে পাঁচ মাসের এই বাছুরটিকে বিয়ে করে সদ্যই আবার সংসার পেতছেন কিম হ্যাং।
কিম হ্যাং ও তাঁর ‘স্বামী’-এর গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর প্রতিদিন কম করে কয়েকশো করে লোক তাদের দেখতে আসছেন। উল্লেখ্য, কম্বোডিয়ার বেশির ভাগ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী এবং তাঁরা বিশ্বাস করেন মানুষ পুনর্জন্ম নিয়ে অন্য যেকোনও রূপে তাঁর প্রিয়জনের কাছে ফিরে আসতেই পারে। সূত্র : ইন্টারনেট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ