Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ালশের ক্লাসে ব্যাটসম্যান রাব্বি

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টষ রিপোর্টার : টেস্টে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে আস্থার প্রতীক হয়ে উঠেছেন জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বি। গত নিউজিল্যান্ড সফরেই টপ অর্ডার যেখানে ব্যর্থ ছিল, সেখানে নিজের ব্যাটিং স্বত্ত¡ার জানান দেন এই পেসার। তাই কিউইদের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিং করে আরও ভালো করার আত্মবিশ্বাস বেড়েছে রাব্বির। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষেই জানালেন সেই কথা, ‘খেলাধুলা যখন শুরু করি, তখন ব্যাটিং ভালোই করতাম। কিন্তু ব্যাটিংয়ের সুযোগ পেতাম না, আর পেলেও সেটা ছিল শেষের দিকে। এখন ব্যাটিং করতে নামলেই আত্মবিশ্বাস ফিরে পাই। দলের সবাই জানে আমি ব্যাটিং করতে পারি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ব্যাটিং করার পর থেকেই হাথুরুসিংহের আস্থা অর্জন করেছেন রাব্বি। তাই ব্যাটিং নিয়ে আরও কাজ করতে চান তিনি, ‘আমার ওপর কোচের আস্থা জন্মেছে। তার বিশ্বাস জন্মেছে যে নাইটওয়াচ ম্যান হিসেবে আমাকে ব্যাটিংয়ে নামালে আমি কিছু করতে পারবো। এই বিষয়গুলো আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। তাই আমি ব্যাটিং নিয়ে আরও কাজ করতে চাই।’
হাথুরুসিংহের ক্লাসে শর্ট বলগুলোকে মোকাবিলা করতে হয়। এমনকি নেটেও সেভাবে প্রস্তুতি নিতে হয় বলে জানালেন এই পেসার, ‘নেটে আমাকে অনেক শর্ট বল খেলতে হয়। কীভাবে বল ছাড়তে হবে, কীভাবে সোজা ব্যাটে খেলতে হবে- সেইসব কোচ খুব ভালো ভাবে বুঝিয়ে দেন। সবমিলিয়ে কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে অনেক কাজ হয়েছে। আশা করছি ভবিষ্যতেও হবে।’
ফিটনেস ক্যাম্পের পাশাপাশি পেসারদের নিয়ে আলাদা ভাবে কাজ করছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সেই ক্লাসে আপাতত স্পট বোলিং নিয়েই কাজ শুরু করেছেন রাব্বি, ‘উনি(ওয়ালশ) এখন আমাদের স্পট বোলিং নিয়ে কাজ করছেন। তাই কন্ডিশন ক্যাম্পের পর পুরো ছন্দে এখনো বোলিং শুরু করা হয়নি।’ পেস বোলিং ক্যাম্পে কী নিয়ে কাজ করবেন? এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আমি এখন যে বিষয়গুলো জানি সেসব আরও নিখুঁত করতে চাই। আপাতত আমার লক্ষ্য সেটাই।’ নিখুঁত বোলিংয়ের ক্ষেত্রে রিভার্স সুইংটা জুরুরি। আর এই বিষয়ের দিকেই মনোযোগী রাব্বি, ‘রিভার্স সুইং অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই রিভার্স সুইং করার চেষ্টায় থাকে। আমি এই সময়টাতে এই কাজগুলো গুরুত্বসহকারে শিখতে চাই। চেষ্টা করছি যাতে ভালো জায়গা থেকে রিভার্স সুইংটা করা যায়।’
ক্যারিবীয় পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছ থেকে বিশেষ কী শিখেছেন এমন প্রশ্নে রাব্বি জানালেন পেসারদের সব দিক নিয়েই কাজ করছেন তিনি, ‘আমাদের ট্যাকনিক্যাল বলেন, মানসিকভাবে বলেন- সব ক্ষেত্রেই তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। নির্দিষ্ট করে বললে আমার বোলিংয়ে ভারসাম্য এসেছে। আমি আগে ইনসুইং পারতাম না, এখন সেটা পারি।’
সর্বশেষ বেশ কয়েকটি সিরিজেই জাতীয় দলের বাইরে ছিলেন রাব্বি। আর এই বিষয়টি কোনও চাপ তৈরি করছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি সব সময় নিজের পারফরম্যান্সে বিশ্বাস করি। যদি ভালো করতে পারি নির্বাচকরা আমার দিকে নজর দেবে। খুব স্বাভাবিকভাবেই যারা ভালো খেলবে, তারাই জাতীয় দলে থাকবে।’ আর সেই লক্ষ্যেই দ্রæত ফিরতে নিজেকে প্রস্তুত করছেন তিনি, ‘আমার মনে হয় যেসব ম্যাচ খেলেছি, তাতে আরও ভালো কিছু করতে পারতাম। তাই আমি সেভাবে চাপ নিচ্ছি না। নিজেকে প্রস্তুত করছি। দুর্বলতা যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে কাজ করছি। আশা করি, দ্রæতই ফিরতে পারব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ালশ

২৮ ফেব্রুয়ারি, ২০১৮
২৩ ফেব্রুয়ারি, ২০১৮
১৬ সেপ্টেম্বর, ২০১৬
৭ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ