নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গত কিছু দিনের ঘটনা প্রবাহে অনেকটাই নিশ্চিত ছিল এউইন মর্গ্যানের না আসা। গেল রোববার রাতে ইসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, বাংলাদেশে আসছেন না মর্গ্যান ও অ্যালেক্স হেলস। বাংলাদেশ সফরে ওয়ানডে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন মর্গ্যানের নিয়মিত ডেপুটি জস বাটলার। বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলের সঙ্গে দেশটির ওয়ানডে অধিনায়ক আর উদ্বোধনী ব্যাটসম্যানের না আসায় বিস্মিত হয়েছেন মাশরাফি বিন মুর্তজাদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বিবিসিকে ওয়ালশ বলেন, ‘হ্যাঁ, আমি কিছুটা বিস্মিত। কিন্তু তাদের ব্যক্তিগত কারণ আছে আমি নিশ্চিত। কিন্তু ক্রিকেটের কথা বিবেচনা করলে, যতক্ষণ পর্যন্ত সফর হচ্ছে, আপনি চাইবেন সবাই এতে অংশ নিক, সেরা খেলোয়াড়রা সফরে থাকুক। আমি নিশ্চিত, বাংলাদেশের সমর্থকরা কিছুটা হতাশ হবে। ইংল্যান্ডের কিছু সমর্থকও সম্ভবত হতাশ হবে।’
কোনো সফরে দলের কেউ না আসার সিদ্ধান্ত নিলে বাকি খেলোয়াড়দের হতাশ হওয়া স্বাভাবিক বলে মনে করেন ওয়ালশ, ‘আমি যদি কোনো সফরে যাই এবং কিছু খেলোয়াড় নিজেদের সরিয়ে নেয়...আপনি কিছুটা হতাশা অনুভব করবেন যে, সবাই এক সঙ্গে সফরে যাচ্ছে না। ... অবশ্যই দলীয় দৃষ্টিকোণ থেকে দল পছন্দ করবে জায়গা পাওয়া প্রত্যেকেই যেন সফরে যায়।’
গত ১ জুলাই গুলশানের একটি ক্যাফেতে জঙ্গি হামলায় ১৭ বিদেশীসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন মর্গ্যান। তবে বাংলাদেশ অতিথিদের যথেষ্ট নিরাপত্তা দিতে পারে বলে উল্লেখ করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই ফাস্ট বোলার।
কয়েক দিন আগে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে চুক্তি করার সময় বিসিবি তাকে যে আশ্বাস দিয়েছিল এবং পরবর্তীতে তিনি যে নিরাপত্তা পেয়েছেন সে বিষয়টি তুলে ধরেন ওয়ালশ, ‘আমি নিরাপত্তার আশ্বাস পেয়েছিলাম। আমি বোঝাচ্ছি বিষয়গুলো সর্বত্র ঘটছে এবং আপনি আপনার বিকল্প আর সুযোগ বিচার করবেন। তারা আমাকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছিল। আমার সেখানে যাওয়ার কারণগুলোর এটা একটি। আমি যখন সেখানে ছিলাম তখন নিরাপদ আর স্বস্তি অনুভব করেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।