পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছেন, ১৯৯৮ সালে পরমাণু অস্ত্রের পরীক্ষা না চালাতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকে ৫০০ কোটি ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেন, দেশকে ভালোবাসি বলেই ক্লিনটনের প্রস্তাবিত ৫০০ কোটি ডলার গ্রহণ করিনি। যদি দেশের প্রতি অনুগত না থাকতাম, তাহলে নিতাম। অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও অর্থপাচার নিয়ে বিচারাধীন মামলার পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে পাকিস্তানজুড়ে। সরকারের বাইরে থাকা পাকিস্তানের সব বড় রাজনৈতিক দলই তার পদত্যাগ দাবি করেছে এবং করছে। পদত্যাগ না করলেও দোষী প্রমাণিত হলে সুপ্রিম কোর্ট তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করতে পারেন। পরিবার ও তার নিজের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ নিয়ে যখন চরম অবস্থার মুখে রয়েছেন তখন ক্লিনটনের গোপন প্রস্তাব সম্পর্কে নতুন বোমা ফাটালেন নওয়াজ শরিফ। গত বুধবার পাঞ্জাবের শিয়ালকোটে এক জনসভায় ক্লিনটনের ৫০০ কোটি ডলারের প্রস্তাবের তথ্য ফাঁস করেন তিনি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর আমলে ১৯৯৮ সালের মে মাসে পোখরানে পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা করে দেশটি। এর কয়েক দিনের মাথায় পাকিস্তানও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। ডন, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।