Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ে চতুর্থ এফওসি ২৮ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৩ পিএম

বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আগামী ২৮ ফেব্রুয়ারি টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন আজ এখানে মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বাস করে, এফওসি বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
তিনি বলেন, ঢাকা ও টোকিওর মধ্যে বিদ্যমান ‘বিস্তৃত অংশীদারিত্ব’কে একটি কৌশলগত অংশীদারিত্বে পরিণত করতে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি এবং আরও বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, কৃষি, জলবাযু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, ব্লু ইকোনমি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উভয় দেশের আরও সহযোগিতা করা দরকার।
বাংলাদেশ ও জাপানের তৃতীয় এফওসি দুই বছরের ব্যবধানে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ-জাপান গত বছর তাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান-বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ