Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টির পদাবলি

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

শ্রাবণ এলেই ভিজে ওঠে মনের উঠোন
অশ্রæ ঝরে দু’চোখ গলে

শাহীন রেজা
বৃষ্টিতে কাছাকাছি

তোমার জন্য কোনদিন একটাও কবিতা লিখিনি
ধার করা শব্দে আর যা-ই হোক প্রেম সম্ভাষণ হয় না
এবং সে কারণেই আজ আমার
এই বৃষ্টি আয়োজন
অথচ তুমি ভিজতে ভালবাস না মোটেই

ভেজার মধ্যে এক ধরনের স্পর্শের নিবিড়তা থাকে
অস্পৃশ্য হয়ে থাকতে চাও বলেই কোনদিন দেখা হয়নি আমাদের
ছোঁয়াছুঁয়ির তো প্রশ্নই ওঠে না

তোমার জন্য কোনদিন একটা কবিতাও লেখা হয়নি
সুন্দরের স্তুতিতে ব্যয়িত হয়নি একটাও শব্দ
তারপরেও তুমি কত কাছাকাছি
বৃষ্টিতে আকাশ ও মাটির মতো আমরাও একান্ত।

আকিব শিকদার
মেঘবালিকা

শ্রাবণ এলেই ভিজে ওঠে মনের উঠোন
থিকথিকে ভাব কাদাজলে
শ্রাবণ এলেই মনটা কোনো এত্তো ব্যাকুল
অশ্রæ ঝরে দু’চোখ গলে।
সন্ধ্যেবেলায় দাড়িয়ে থাকি জানালা খুলে।

মেঘবালিকার পায়ের নূপুর ঝংকার ওঠে
বৃষ্টি ঝরা টিনের চালে
শ্রাবণ এলেই ভিজে ওঠে মনের উঠোন
অশ্রæ ঝরে দু’চোখ গলে।
নূপুর পরা ভেজা পায়ে আসবে কি সে কাদাজলে?

প্রকৃতি কি বাজায় বাঁশি, বেহালার সুর
দাঁড়িয়ে থাকি জানালাতে
ভেজা পায়ে আসবে কি কেউ জমাটবাঁধা অভিমানে
সন্ধ্যেবেলায় কুপি হাতে।
সেই যে কবে এসেছিলে বৃষ্টি ঝরা শ্রাবণ রাতে।

শাড়ির আঁচল সরিয়ে দিয়ে উষ্ণবুকে খুঁজেছি ওম
তখন তুমি এক নিমিষে পাথর গলে হয়েছো মোম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন