Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুমায় অস্ত্র ও গুলিসহ মারমা সন্ত্রাসী আটক

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বান্দরবানের রুমায় অস্ত্র ও গুলিসহ একজন মারমা সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার গ্রেফতারকৃ তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার বাজারপাড়া এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালান। এ সময় জেএসএস সমর্থিত ৮ নং ইউনিয়ন পরিষদের মেম্বার শৈহ্লা প্রæ মারমাকে (৪৫) অস্ত্র ও গুলিসহ আটক করে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, এক লাখ ৩৩ হাজার টাকা, চাঁদার রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানায়, আটককৃত শৈহ্লা প্রæু মারমা জনসংহতি সমিতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। রুমা থানার ওসি শরীফউল ইসলাম জানান, অস্ত্র গুলিসহ এক ইউপি মেম্বারকে সেনাবাহিনী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে রুমা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
যৌথবাহিনী বাহিনী সূত্র জানিয়েছে, অস্ত্রগুলো মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ এএলপি নিকট থেকে সংগ্রহ করা হয়ে থাকতে পারে এবং তা দেশীয় জঙ্গীদের কাছে বিক্রি করে আর্থিক ফায়দা আদায়ই উদ্দেশ্য ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করছে সূত্রটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলি

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ