Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালাফিজমের ফেতনা প্রতিরোধে উলামায়ে কিরাম পীর-মাশায়েখের ঐক্য সময়ের দাবি-পীর সাহেব, মৌকারা দরবার শরিফ

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাহেবুল ইলম না থাকলে যমিনে দীন থাকবে না। দীন টিকিয়ে রাখার জন্যে সাহেবুল ইলম গড়ে তোলার বিকল্প নেই। এ মহান প্রত্যাশা নিয়েই দেশের নানা প্রান্তে মাদরাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আপামর জনতার দোরগোড়ায় দীন-শরীয়তের জ্ঞান বিতরণে মাদরাসার ছাত্রদের খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমানে সমাজে নানা ধরনের ফেতনার বিকাশ ঘটছে। সালাফিজমের ফেতনা যে মহামারী আকার ধারণের শঙ্কা দেখা দিয়েছে, তার প্রতিরোধে মাযহাবপন্থী উলামায়ে কিরাম, পীর-মাশায়েখদের ঐক্য সময়ের দাবি। গতকাল মৌকারা দারুসসুন্নাত নেছারীয়া কামিল মাদরাসার কামিল হাদিস প্রথম পর্বের (প্রথম ব্যাচ) সবক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন মৌকারা দরবারের পীর সাহেব আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ নেছারউদ্দীন ওয়ালিউল্লাহী (মা.জি.আ.)। তিনি বলেন, মৌকারা দরবার একটি অহিংস দরবার। সমাজের সর্বত্র আল্লাহওয়ালা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ দরবার খিদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। মরহুম পীর শাহ সুফি অলিউল্লাহ (রহ.) এ দরবার প্রতিষ্ঠা করেছেন। সংগ্রামমুখর জীবনে তিনি মানুষদের আল্লাহওয়ালারূপে গড়ে তোলার জন্যেই খিদমত করে গেছেন। তার আজীবন লালিত স্বপ্ন ছিল মৌকারায় ইলমে হাদিসের দরস দানÑ আজ সে স্বপ্ন পূর্ণ রূপ নিল, আল-হামদু লিল্লাহ। এ জন্যে আমরা ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের ভিসি ড. আহসান সাইয়্যেদ, জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও ইনকিলাব সম্পাদক আলহাজ এ. এম. এম. বাহাউদ্দীন, মহাসচিব আলহাজ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীসহ নেতৃবৃন্দকে মোবারকবাদ জানাই।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন: নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শামছুউদ্দীন কালু, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলার সেক্রেটারি প্রিন্সিপ্যাল আলহাজ মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, বাংলাদেশ জমিয়াতুস সালেকিনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রিন্সিপ্যাল আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ মহিউদ্দীন, বাংলাদেশ জমিয়াতুস সালেকিনের নায়েবে আমির, ভাইস প্রিন্সিপ্যাল আলহাজ মুফতি মাওলানা এ. এইচ. এম. আনোয়ার মোল্লা, দারুসসুন্নাত ওয়ালীয়া কমপ্লেক্স (মৌকারা দরবার শরিফ)-এর ডিরেক্টর জেনারেল আলহাজ সাদেক হোসেন চেয়ারম্যান, মৌকারার ছোট হুজুর আলহাজ মাওলানা মুহাম্মদ আবদুল হালিম। স্বাগত বক্তব্য রাখেন: মৌকারা দারুসসুন্নাত নেছারীয়া কমিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা রফিকুল ইসলাম। মৌকারা দারুসসুন্নাত নেছারীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস ও মৌকারা দরবার শরিফের শাহ সাহেব আলহাজ মাওলানা শাহ মুহাম্মাদ মাসউদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুস সালেকিনের অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল, আলহাজ মাওলানা মুহাম্মদ আহছানুল করীম আল আজহারী, মনোহরগঞ্জ নীলকান্ত ডিগ্রি কলেজর ভাইস প্রিন্সিপ্যাল আলহাজ মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ ফখরুদ্দীন, নোয়াখালি সেনবাগ ফাযিল মাদরাসার প্রিন্সিপ্যাল আলহাজ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, নোয়াখালী কানকিরহাট ফাযিল মাদরাসার প্রিন্সিপ্যাল আলহাজ মাওলানা মুহাম্মদ গোলাম আজম, লাকসাম লক্ষণপুর ফাযিল মাদরাসার প্রিন্সিপ্যাল আলহাজ মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ বাশারী, লাকসাম ফুলগাঁও ফাযিল মাদরাসার প্রিন্সিপ্যাল আলহাজ মাওলানা মুহাম্মদ ইয়াছিন মজুমদার, নাথের পেটুয়া ফাযিল মাদরাসা প্রিন্সিপ্যাল আলহাজ মাওলানা মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম প্রমুখ। সবক প্রদান করেন, বাংলাদেশ জমিয়াতুস সালেকিনের নায়েবে আমির ভাইস প্রিন্সিপ্যাল আলহাজ মুফতি মাওলানা এ. এইচ. এম. আনোয়ার মোল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ