Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চব্বিশ ঘণ্টা চালু চট্টগ্রাম কাস্টম হাউস

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১৩ এএম, ১০ জুলাই, ২০১৭

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন
চট্টগ্রাম ব্যুরো : চব্বিশ ঘণ্টা চালু সিংহভাগ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার সপ্তাহ পার হতেই সার্বক্ষণিক এ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এতে খুশি দেশের আমদানি-রফতানিকারকসহ ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে দ্রæত আমদানি-রপ্তানি পণ্য খালাস করতে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা কার্যকর করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২ জুলাই সচিবদের সাথে বৈঠকে চট্টগ্রাম কাস্টম হাউস চব্বিশ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ওই নির্দেশনার পর চট্টগ্রাম কাস্টম হাউসে সার্বক্ষণিক সেবা দেয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। বৃহস্পতিবার এনবিআরের বিশেষ আদেশ জারি পাওয়ার পর গত শুক্রবার ও শনিবারও কাস্টম হাউস খোলা রাখে কর্তৃপক্ষ। তবে ওই দুইদিন কাস্টম হাউসে শুল্কায়ন কার্যক্রম কম হলেও গতকাল (রোববার) থেকে পুরোদমে শুরু হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান ইনকিলাবকে বলেন, কাস্টম হাউস চব্বিশ ঘণ্টা খোলা থাকছে। আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে এখানেও সার্বক্ষণিক সেবা কার্যক্রম চালু হয়েছে। শিফটিং করে কাস্টম হাউস, জেটি ও বেসরকারি আইসিডিতে (অফডক) দায়িত্ব পালন করছেন কাস্টম হাউসের কর্মকর্তারা। রাতের বেলাও কাস্টম হাউসের কার্যক্রম চলছে। লোকবল ঘাটতির পরও সার্বক্ষণিক সেবা দিতে কাস্টম হাউস কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, শূন্যপদ পূরণ করতে এনবিআরের কাছে আবেদন করা হয়েছে।
এতদিন চট্টগ্রাম কাস্টমসের আমদানি পণ্যের শুল্কায়ন ও অ্যাসেসমেন্ট কার্যক্রম সপ্তাহে পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলত। আর রফতানি কার্যক্রম পাঁচ দিন ছাড়াও সাপ্তাহিক বন্ধের দিন সীমিত পরিসরে চালু ছিল। তবে রাতের বেলা কার্যক্রম চালু ছিলনা। নতুন আদেশ জারি হওয়ার ফলে এখন থেকে প্রতিদিন ২৪ ঘণ্টাই সব ধরনের কার্যক্রম চলবে। কাস্টম হাউসের কমিশনার জানান, রাতে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ কর্মকর্তারা অফিসে হাজির থাকবেন।
কাস্টম হাউস সার্বক্ষণিক চালু রাখার দীর্ঘদিনের দাবি ব্যবসায়ীদের। এ দাবি পূরণ হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তারা বলছেন, ২৪ ঘণ্টা বন্দর ও কাস্টমস সচল রেখে আমদানি-রফতানি কার্যক্রম ও মালামাল খালাস করা সম্ভব হলে ব্যবসা-বাণিজ্য অনেক সহজ হবে। পণ্য আমদানি-রপ্তানিতে সময় অনেক কম লাগবে, অর্থও সাশ্রয় হবে। বিশেষ করে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের সাথে তাল মিলিয়ে চলা যাবে। অন্যদিকে সার্বক্ষণিক খোলা থাকায় কাস্টম হাউসের রাজস্ব আদায়ও বাড়বে।
এনবিআরের সদস্য (শুল্কনীতি) মো. লুৎফর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়েছে, ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে আমদানি-রপ্তানি পণ্যের দ্রæত খালাস তথা ট্রেড ফ্যাসিলিটেশনের স্বার্থে কাস্টম হাউস চট্টগ্রামের মাধ্যমে পরিচালিত আমদানি-রফতানি কার্যক্রম সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকবে। সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির দিন বাদে সব কর্মদিবসে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমদানি-রফতানি পণ্য চালানের পরীক্ষণ, শুল্কায়ন ও খালাস কার্যক্রম চলমান থাকবে। আদেশে বলা হয়েছে, শুল্কায়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বন্দর কর্তৃপক্ষ, শিপিং এজেন্টসহ সব অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়পূর্বক কার্যক্রম পরিচালনা করতে হবে। সব ছুটির দিনেও আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে নিয়োজিত রাখতে হবে। উল্লেখ্য, চট্টগ্রাম সমুদ্র বন্দরভিত্তিক রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস সদ্যসমাপ্ত অর্থ বছরে ৩৬ হাজার ৭শ’ কোটি টাকা রাজস্ব আয় করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ