নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে এবার দক্ষিণ কোরিয়া গেল বাংলাদেশের কিশোরী ফুটবল দল। সেখানে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। গতকাল রাত ১১টা ৫৫ মিনিটে কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে কৃষ্ণা রাণী বাহিনী। আগামীকালই সফরের প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজের মেয়েরা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া অনুর্ধ্ব-১৬ নারী দল।
মাত্র দু’সপ্তাহ আগে প্রস্তুতি ম্যাচ খেলে জাপান থেকে ঢাকায় ফিরিছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ নারী দল। এবার তাদের মিশন কোরিয়ায়। সেখান থেকে ফেরার মাসখানেক পর ভিয়েতনামে যাওয়ার কথা তাদের। সেখানে কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলতে ভিয়েতনাম থেকে সরাসরি থাইল্যান্ড যাবে বাংলাদেশ কিশোরী ফুটবল দল।
দক্ষিণ কোরিয়া এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বে বাংলাদেশের বিপক্ষে গ্রæপে রয়েছে। এই ম্যাচটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। কোরিয়া যাত্রার আগে কাল দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘এএফসির চুড়ান্ত পর্বে আমাদের গ্রæপে প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া ও জাপান। এরা সবাই শক্তিশালী দল। তাই এ সফরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটা আমাদের প্রস্তুতিতে অনেক সহায়ক হবে। অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে আমাদের ব্যবধান কেমন তাও বোঝা যাবে।’ গতকাল রাতে রওনা হয়ে সিঙ্গাপুরে পৌছানোর কথা সানজিদাদের। সিঙ্গাপুরে কয়েক ঘন্টার ট্রানজিট রয়েছে। সেখান থেকে কোরিয়া পৌছানোর কথা আজ বিকালে। পরের দিনই দক্ষিন কোরিয়া অ-১৬ দলের বিপক্ষে খেলা কৃষ্ণাদের। ভ্রমণ ক্লান্তি নিয়ে কোরিয়ার বিপক্ষে খেলবেন তারা। ম্যাচ নিয়ে ছোটনের কথা,‘আমাদের ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি সব কিছু বিচার-বিবেচনা করে সূচি সাজিয়েছে। ভ্রমণ, আবহাওয়া, খাবার সব ব্যাপারে মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে।’
গত সেপ্টেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেপ্টেম্বরের পর থেকে আবাসিক অনুশীলনে রয়েছে দল। জাপান দুই বার, সিঙ্গাপুরের পর এবার কোরিয়া সফরে গেল তারা। নিজেদের উন্নতি নিয়ে অধিনায়ক কৃষ্ণা রাণী সরকার বলেন,‘আগের চেয়ে এখন আমরা অনেক পরিকল্পিত ফুটবল খেলি। রানিং,পার্সিং, সব কিছুতেই উন্নতি হয়েছে। কোচ ছোটন অবশ্য উন্নতির ব্যাখ্যা দিলেন এভাবে,‘আমাদের দলে সবচেয়ে ছোট তহুরা খাতুন। সে ১২ মিনিটে ২৯৫০ মিটার দৌড়ায়। আমাদের মেয়েদের স্ট্যামিনা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে।’
দশ দিনের কোরিয়া সফরে স্বাগতিক অ-১৬ দল ছাড়াও তিনটি মহিলা স্কুল দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এএফসি’র চুড়ান্ত পর্বকে সামনে রেখে দশ মাস ব্যাপী বাংলাদেশ দলের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এ প্রসঙ্গে বাফুফে’র মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,‘আমরা কঠিন গ্রæপে পড়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার। আশাকরছি ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার। যদি নাও হয় নিরাশ হওয়ার কিছু নেই। আমরা এই মেয়েদের নিয়েই ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ টার্গেট করেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।