Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কারফিউ তুলে নিলো কাশ্মির প্রশাসন

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিরাপত্তা বাহিনীর হাতে নিহত কাশ্মিরের স্বাধীনতাকামী তরুণ বুরহান ওয়ানি’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে সহিংসতার আশঙ্কায় কাশ্মিরে জারিকৃত কারফিউ তুলে নেয়া হয়েছে। গতকাল রোববার চলাচল কিংবা জনসমাবেশে কোনও নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা। ওই কর্মকতা দাবি করেন, শনিবার কয়েকটি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে বড় কিছু ঘটেনি এবং পুরো এলাকা শান্তিপূর্ণ রয়েছে ও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থানস টাইমসের প্রতিবেদনে জানা যায়, শোপিয়ান শহরে এক পাখর ছোড়ার ঘটনায় এক নারী আহত হয়ছেন। বুরহান ওয়ানি’র মৃত্যুবার্ষিকীতে উপত্যকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিলো। গণবিক্ষোভ ঠেকাতে কঠোর সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার রাজ্যে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন, রাজপথে মোতায়েন করা হয় হাজার হাজার সেনাসদস্য। নিরাপত্তা রক্ষার নামে ভারত সরকার কাশ্মিরে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। বুরহান ওয়ানির নিজ জেলা ত্রালে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। বিক্ষোভ এড়াতে কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এমন পরিস্থিতিতেও কারফিউ উপেক্ষা করে বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছেন কাশ্মীরের স্বাধীনতাকামী তরুণরা। বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপের মধ্যেই তারা রাজপথে নামেন। ২০১৬ সালের ৮ জুলাই মাসে বন্দুকযুদ্ধের নামে বুরহান ওয়ানিকে হত্যা করে ভারতীয় সেনারা। ওই হত্যকাÐের পর কাশ্মিরের জনগণ প্রতিবাদে ফুঁসে উঠে। এ হত্যাকাÐের জেরে এ পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় ১০০ জন নিহত ও ১২ হাজার মানুষ আহত হয়েছেন। শনিবার সৈয়দ আলি শাহ গিলানির নেতৃত্বাধীন হুরিয়াত কনফারেন্স ফ্যাকশন ইয়াসিন মালিক নেতৃত্বাধীন জেকেএএফ হরতাল ডাকে। কাশ্মিরের দক্ষিণে শোপিয়ান, উত্তরে ত্রেহগামসহ শ্রিনগরের ৫টি পুলিশ স্টেশনের এলাকায় এই কারফিউ জারি ছিলো। রবিবার কারফিউ তুলে নেওয়ার পর দোকানপাট খুলতে শুরু করে। স্বাভাবিক হতে থাকে যানবাহন চলাচলও। হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশাসন

১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ